বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ ৫১ বছর পার হলেও আমরা প্রকৃত স্বাধীনতার সুফল পাচ্ছি না। এ সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। রাজনৈতিক ও ভোটাধিকার হরণ করেছে। মোট কথা ৫১ বছর পর আজ আমরা অধিকার হারা জাতিতে পরিণত হয়েছি। মহান স্বাধীনতার যে লক্ষ্য ছিল তা আজ ভূলুন্ঠিত হয়েছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচারহীনতা কাকে বলে জাতি আজ তা দেখছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে। ১৯৭১ সালে এ দেশ বৈষম্যমুক্ত সমাজ ও অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীন হয়েছিল। এ জন্য জাতিকে দ্বিধাবিভক্ত না করে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
গত ২৬ মার্চ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব প্রমুখ।