বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে গিয়ে তাঁর সুচিকিৎসা গ্রহণের সুযোগদানের দাবিতে ২০ নভেম্বর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে যোগদান করে সংহতি প্রকাশ ও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ সময় মাওলানা আবদুল হালিম তাঁর বক্তব্যে বলেন, দল-মত-নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের নিকট স্বীকৃত দেশপ্রেমিক নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ২০-দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মহান আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন। আমাদের সকলের জীবন-মৃত্যুর মালিক আল্লাহ তাআলা। আসুন, আমরা সকলে আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন দেশ ও জাতির কল্যাণের জন্য এবং বর্তমান সরকারের কুশাসন থেকে মানুষের মুক্তির জন্য দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বেগম খালেদা জিয়া এমন একজন দায়িত্বশীল নেত্রী যিনি দল-মত-নির্বিশেষে সকলের কাছে স্মরণীয় এবং বরণীয়। বারবার একাধিক আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন, তিনি শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি এই দেশের ১৭ কোটি মানুষের কাছে একজন নন্দিত নেত্রী।
মাওলানা আবদুল হালিম আরো বলেন, বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্র এবং সরকার যে কোনো নাগরিককে মুক্তি দিতে পারে। বেগম খালেদা জিয়া একজন সাধারণ নাগরিক নন। তাই বেগম খালেদা জিয়া যেন বিদেশে গিয়ে সুচিকিৎসা গ্রহণ করতে পারেন, আমরা রাষ্ট্র এবং সরকারের নিকট সেই আহ্বান জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সহকারী সেক্রেটারি জনাব মোঃ আব্দুল জব্বার, কর্মপরিষদ সদস্য জনাব মোঃ কামাল হোসাইন ও জনাব এসএম কামাল উদ্দিন প্রমূখ।