২৩ মার্চ ২০২৪, শনিবার

বান্দরবান জেলা জামায়াতের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত

দেশে কুরআনের রাজ কায়েম হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন অমুসলিম জনগণ- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “দেশে কুরআনের রাজ কায়েম হলে সবচেয়ে বেশি উপকৃত হবে অমুসলিম জনগণ। ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে পার্বত্য এলাকার প্রতিটি ঘরে ঘরে কুরআনের ইতিবাচক দাওয়াত পৌঁছে দিতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআনের রাজ কায়েম করার আন্দোলনে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখতে হবে।”

তিনি আজ ২৩ মার্চ শনিবার বান্দরবান জেলা জামায়াতের আয়োজনে রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আমীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জনাব এস এম আবদুছ ছালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম এর সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “পবিত্র রমজানের নেয়ামতকে কাজে লাগিয়ে নিজেকে পাপমুক্ত করে এবং নিজেদেরকে আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে গড়ার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাথে সাথে অসহায় ও অভাবগ্রস্ত দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সকল রুকন ভাইদের প্রতি দানের হাতকে প্রসারিত করতে হবে।”

শিক্ষা শিবিরে কালামে হাকিম থেকে দারস পেশ করেন সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস মাওলানা রবিউল বশর।