১২ আগস্ট শনিবার নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
তিনি বলেন, দুনিয়ায় কোনো অর্জনের জন্য আমরা জামায়াতে ইসলামী করি না। এমপি-মন্ত্রী হওয়া আমাদের টার্গেট নয়, আমাদের মূল টার্গেট হল জান্নাত। আমাদের মূল টার্গেট আল্লাহর সন্তুষ্টি অর্জন।
তিনি বলেন, আগামী দিনের নির্বাচনে জামায়াতের কর্মী হিসেবে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। সারা দেশে যখন জামায়াতে ইসলামীর তিনজন এমপি ছিল, তখন জলঢাকায় জামায়াতের একজন এমপি ছিল। আগামী দিনের নির্বাচনে অতীতের ন্যায় আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আপনাদের উপর এ প্রত্যাশা শুধু জামায়াতের নয়, এ প্রত্যাশা সারাদেশের মানুষের। এ সুমহান দায়িত্ব আপনাদের পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, এ বছর আন্দোলন ও নির্বাচনের বছর। আন্দোলন ও নির্বাচনের জন্য পরিক্ষিত উপজেলা হল জলঢাকা। এ উপজেলা আমাদের জন্য ঊর্বর ভূমি। আগামী দিনের নির্বাচনে আপনাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে।
জলঢাকা উপজেলা আমীর জনাব মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে জলঢাকা উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য মাওলানা আব্দুল খালেক, রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ও নীলফামারি জেলা আমীর জনাব মুহাম্মদ আব্দুর রশিদ, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নমিনি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি জনাব সাব্বির আহমদ, জলঢাকা উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান, জলঢাকা উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ।