মানবতার কল্যাণ ও আখেরাতে মুক্তির জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের কর্মীদেরকে ময়দানে কাজ করতে হবে। ঈমানের দাবী পূরণ ও আখেরাতে নাজাতের জন্য নিজেদের নৈতিক মান বৃদ্ধি করতে হবে। দাওয়াতী কাজ ও গণসংযোগের মাধ্যামে সংগঠন সম্প্রসারণ ও জনমত গঠন করে চলমান আন্দোলন-সংগ্রামে রাজপথে মুখ্য ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীতে একদফার আন্দোলনে জানমাল বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের দাবী আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন।
৭ জুলাই জুমআ বার সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত এবং জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টীম সদস্য মাওঃ আব্দুর রহিম, পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম, মাওঃ আব্দুস ছালাম, সিরাজগঞ্জ শহর শিবির সভাপতি তরিকুল ইসলাম ও জেলা শিবির সভাপতি আলহাজ্ব উদ্দিন প্রমুখ।
তিনি সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে কুরআনে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান। তিনি বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠায় জামায়াত কর্মীদেরকে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের পথে নবী ও রাসূলগণের উত্তরসূরি আমরা। সুতরাং সেই দায়িত্ব পালনে সকল কর্মীকে নৈতিক ও চারিত্রিক মানে সমৃদ্ধ হতে হবে। তিনি সিরাজগঞ্জের কৃতিসন্তান ও উল্লাপাড়াবাসীর প্রিয়নেতা সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে সকল মামলায় জামিন লাভ করা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে বারবার আটক রাখার তীব্র নিন্দা জানান। তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর মাওঃ আ,ন,ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারসহ সকল জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি দাবী করেন। তিনি চলমান আন্দোলনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নে কর্মীদের ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম, সম্মেলন সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম ও ভূমিকা পালন করেছেন, তাদেরসহ উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে আরো গতিশীল করতে এবং কেয়ারটেকার সরকারের দাবী আদায়ে সম্মেলনে উপস্থিত সকলকে ময়দানে বলিষ্ট ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।