সরকারের অগণতান্ত্রিক ভূমিকার কারণে মার্কিন ভিসানীতি এসেছে, যা দেশের জন্য লজ্জাজনক। বর্তমান সরকার জনগণকে জিম্মি করে ফেলেছে। এই সরকারের কাছে জনগণ কোনো অবস্থাতেই নিরাপদ নয়।
লালমনিরহাট জেলার সদস্য (রুকন) শিক্ষা শিবিরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতের জেলা আমীর প্রভাষক আতাউর রহমান এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান বাজেটে ধনীকে আরো ধনী এবং গরীবকে আরো গরীব বানানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, নিয়ম রক্ষার কথা বলে ক্ষমতায় আসা রাতের এই সরকারকে দেশের মানুষ আর বিশ্বাস করেনা। সময় এসেছে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচী পালন করার।
প্রধান অতিথি বলেন, আমরা কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবোনা। আর এই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবীতে আমাদের আন্দোলন আরো জোরদার করা হবে। যদি এই আন্দোলনে তারা বন্দুক নিয়ে আসে, তাহলে আমরা তাদের দিকে ফুল ছুড়ে জবাব দিবো।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও বাইতুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু মুসা, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল প্রমুখ।