জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে বর্তমান অগণতান্ত্রিক সরকার। জালেম সরকার বিচার ব্যবস্থাকে পদদলিত করে জামায়াত নেতৃবৃন্দকে বারবার জেলগেট থেকে গ্রেফতার করছে। গায়েবী মামলা দিয়ে তাদের বছরের পর বছর জেলে বন্দী করে রাখছে। নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচী পালনের জন্য অনুমতি নিতে গেলে অনুমতি দেওয়া হচ্ছে না। বরং অনুমতি প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। অথচ বিনা অনুমতিতে সমাবেশ করলে রাষ্ট্রবিরোধী তকমা লাগিয়ে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকিয়ে রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের অনেকে নির্লজ্জভাবে নিজেদের অনির্বাচিত সরকার বলে ঘোষণা করেছে। অথচ দেশের বীর মুক্তিযোদ্ধারা ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার ও সমাবেশ করার অধিকারের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমান ফ্যাসিবাদী সরকার সকল অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। অন্যথায় সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। আগামী দিনে পুরুষের পাশাপাশি মহিলাদেরও সাহসিকতার সাথে ভোট প্রদানসহ শান্তিপূর্ণ সকল গণতান্ত্রিক কার্যক্রমে ভূমিকা পালন করতে হবে।
২৯ মে সোমবার জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ এমবি হকসহ মহানগর ও জেলা মহিলা জামায়াতের নেতৃবৃন্দ।