২৭ মে ২০২৩, শনিবার

সিলেট উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

বান্দার হক বিনষ্টকারীগণ ক্বিয়ামতের দিন সর্বাধিক অসহায় ও নিঃস্ব হিসাবে গণ্য হবে- অধ্যাপক মুজিবুর রহমান

আমাদেরকে আল্লাহর হক ও বান্দার হক আদায়ের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহর প্রতিটি বিধি-বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর হক আদায় করতে হবে। তিনি যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে এবং যা করার জন্য বলেছেন, তা সঠিকভাবে পালন করতে হবে। আদালতে-আখিরাতে জবাবদিহিতার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমাদেরকে আল্লাহর হক যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

২৭ মে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট উত্তর সাংগঠনিক জেলা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্যদের সম্মেলনে জেলা আমীর হাফেজ আনোয়ার হোসাইন খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বান্দার হক বিনষ্টকারীগণ ক্বিয়ামতের দিন সর্বাধিক অসহায় ও নিঃস্ব হিসাবে গণ্য হবে। নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের ওপর যুলুম করেছে সে যেন তা থেকে আজই মাফ চেয়ে নেয়, তার ভাইয়ের জন্য তার কাছ থেকে নেকী কর্তন করে নেওয়ার পূর্বে। কেননা তার কাছে যদি নেকী না থাকে তবে তার (মযলূম) ভাইয়ের গোনাহ এনে তার উপর চাপিয়ে দেয়া হবে। তাই আমাদেরকে বান্দার হকের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পিতা-মাতার সাথে আমাদের উত্তম ব্যবহার করতে হবে। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে ‘আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা করো না এবং তোমরা পিতা-মাতার প্রতি সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি তাদের প্রতি উহ্ শব্দটিও উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিয়ো না। তুমি তাদের সাথে নম্রভাবে কথা বল।’

তিনি বলেন, আমাদেরকে ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাতে হবে। প্রতিবেশীর হক আদায় করতে হবে এবং তাদের সাথে সদাচরণ করতে হবে। আমাদেরকে ঋণ মুক্ত জীবন-যাপন করতে হবে। ইয়াতিমের হক আদায় করতে হবে। কারণ কাল কিয়মতের দিন এসব ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারি জনাব জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাসুক আহমাদ।