২৭ মে ২০২৩, শনিবার

দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আপোষহীন ভূমিকা পালন করতে হবে- ডা. তাহের

২৬ মে শুক্রবার দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এবারের নির্বাচন কোনোভাবেই ২০১৪ এবং ২০১৮ এর মতো হতে দেয়া হবে না। যে কোনো মূল্যে আমাদের ভোটাধিকার রক্ষা করতে হবে। দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সকল নির্বাচনী এলাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়। আসন্ন নির্বাচনী বৈতরণী সফল করতে সকলকে একযোগে কাঁধে কাঁধ মিলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। পক্ষের প্রতিটি ভোটারকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার সুযোগ করে দিতে হবে এবং ভোট নিশ্চিত না হওয়া পর্যন্ত সহযোগিতা চালিয়ে যেতে হবে। সর্বোপরি লিখিত রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত প্রতিটি বুথে জীবন বাজি রেখে মাটি কামড়ে থাকতে হবে এবং বিজয় নিশ্চিত করেই আমাদেরকে ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক ও জনগণের ভোটাধিকার ধ্বংসের কারণে বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহ বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত করার জন্য জোরালো বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের মানুষ গত ১৫ বছর যাবত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অতি সম্প্রতি আমেরিকার ভিসা নীতি বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সহায়ক পদক্ষেপ বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। আমরা দেশের মানুষ জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। দেশ আমাকে ধর্মপালনের, বাক-স্বাধীনতা পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার, রাজনৈতিক এবং স্বাধীন মত প্রকাশের যে অধিকার দিয়েছে, বর্তমান জালেম আওয়ামী সরকার তা কেড়ে নিয়েছে। এই অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে কেউ যদি আমাদের সহযোগিতা করতে চায়, আমরা তাকে স্বাগত জানাব।

তিনি বলেন, জাতির পরিবর্তনের এই ক্রান্তিলগ্নে মানুষের কল্যাণ এবং মানবতার মুক্তির সোপান ইসলাম নিয়ে জামায়াত এদেশে কাজ করে যাচ্ছে। আমাদের এই দায়িত্ব বিশাল। আশা করি আপনারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সাহসিকতা ও দৃঢ়তার সাথে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখবেন, যে আল্লাহকে ভয় করে, তাকে দেখে সারা দুনিয়া ভয় পায়। মুমিনের জীবন বুকের ভেতরে নয়, পকেটে থাকে। যখন দরকার পকেট থেকে বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দিব, ইনশাআল্লাহ। জাতির এই ক্রান্তিলগ্নে মহান রব আমাদেরকে দেশের পরিবর্তনে ভূমিকা রাখার তাওফীক দান করুন এবং সার্বিকভাবে সহযোগিতা করুন, আমীন।