১৯ মে ২০২৩, শুক্রবার

ময়মনসিংহ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের সম্মেলন অনুষ্ঠিত

জেল-জুলুম-নির্যাতন বন্ধ করে কারাগারে আটক সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে- অধ্যাপক মুজিবুর রহমান

ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ আমাদেরকে দ্বীন বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ এবং রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। আমাদেরকে পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর গোলামী করতে হবে। শয়তানের প্রলোভনে কখনো গুনাহের কাজ হয়ে গেলে সাথে সাথেই অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদেরকে নফস ও অর্থের গোলামী করা যাবে না।

১৮ মে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর জনাব আবদুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন, আমাদের শপথ হচ্ছে এদেশে দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের জানমাল দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়া। আল্লাহর পক্ষ থেকে যা ফায়সালা করা আছে জীবনে তাই ঘটবে। তাই দুনিয়ার কোনো শক্তিকে ভয় করা যাবে না। সংগঠনের সকল জনশক্তিকে ভালো কাজে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, সরকারের সকল প্রকার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। আমীরে জামায়াতসহ সকল নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। আমি সরকারকে বলতে চাই, জেল-জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াতসহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড. মতিউর রহমান আকন্দ বলেন, রাসূলুল্লাহ সা. এর আদর্শের ওপর ভিত্তি করেই সংগঠন পরিচালনা করতে হবে। সামাজিক কাজে ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে তৃণমূলে পৌঁছে দিতে দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী বলেন, দায়িত্ব পালনের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে শপথ গ্রহণ করেছি। এই দায়িত্ব সঠিকভাবে পালন না করলে পরকালে নাজাত পাওয়া যাবে না। সঠিক দায়িত্ব পালনের জন্য আমাদেরকে অধ্যয়নের মাধ্যমে নানামুখী জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মূল শক্তি হচ্ছে নৈতিক চরিত্র। তাই নিজেদেরকে নৈতিক চরিত্র দিয়ে সমাজের অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

সম্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।