১৬ মে ২০২৩, মঙ্গলবার

গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) নির্বাচনী আসনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কল্যাণমূলক সমাজ পেতে আমাদের বিশ্রামহীন দিন ও নিদ্রাহীন রাত কাটাতে হবে- ডা. তাহের

বর্তমান ফ্যাসিবাদী সরকার আমীরে জামায়াতসহ শীর্ষ নেতাদের এবং বিরোধীদলের শত শত নেতাকর্মীকে কারাগারে আটক রেখেছে। আমি সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সকলকে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদী সরকারকে হঠাতে হবে। সরকার পতনের আন্দোলন ও কর্মসূচিতে অংশগ্রহণ করে গণমানুষের স্বাধীনতার পূর্ণ স্বাদ নেয়ার জন্য জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত। সরকারের নিকট আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা আমীর ও গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) নির্বাচনী আসনের পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমানের পরিচালনায় গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনের কর্মী সম্মেলন-২০২৩ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভার্চুয়ালি যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, কল্যাণমূলক একটি সমাজ পেতে হলে জনশক্তিকে বিশ্রামহীন দিন ও নিদ্রাহীন রাত কাটাতে হবে। রুদ্ধশ্বাস নিয়েও কাজ করতে হবে। জনগণের কাছে আমাদের প্রার্থীদের পরিচয় ও গুণাবলী তুলে ধরতে হবে। বেশী করে নির্বাচনী সহযোগী বৃদ্ধি করতে হবে।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ময়দানে আমাদের আরো তৎপর ও গণমুখী হতে হবে। দায়িত্ব পালনে অধিক সচেতন ও সময় দানে আরো পরিকল্পিত হতে হবে। ময়দানের চাহিদার আলোকে কাজের মান বাড়াতে হবে এবং সময় দিতে হবে। আমাদের কাজগুলো আরো যুগোপযোগী এবং পরিকল্পিত হওয়া দরকার। দায়িত্বশীলগণকে কাজ নিয়ে আরো ভাবতে হবে এবং সেই আলোকে পরিকল্পনা তৈরী করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। একজন মুমিনের দুইদিন সমান হবে না বরং আজকের দিনটি গতকালের চেয়ে আরো উত্তম হতে হবে।

বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, আমাদের প্রতিটি ভোট কেন্দ্রের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করতে হবে। সংগঠনের সকল বিভাগকে কাজে লাগিয়ে শক্তিশালী কমিটি গঠন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জামায়াত কর্মী হিসাবে আমাদের সমাজ পরিবর্তনে সামনের কাতারে থাকতে হবে।

বিশেষ অতিথি রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, পবিত্র কুরআন মাজিদে ইকামাতে দ্বীনের কাজ জান ও মাল দিয়ে করতে বলা হয়েছে। সংগঠন পরিচালনায় আমাদের আরো উচ্চমানে অবস্থান করতে হবে। ইউনিট পর্যন্ত কাজকে সক্রিয় করতে হবে। সকল সেক্টরকে সক্ষম করে গড়ে তুলতে হবে। কাজের সঠিক পর্যালোচনা করতে হবে। কাজের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অঞ্চল টীম সদস্য মাওলানা আব্দুল খালেক, গাইবান্ধা জেলার সাবেক আমীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি এ্যাড. আলমগীর হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জ নির্বাচনী আসনের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক। সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরিপরিষদ সদস্য ও রংপুর মহানগরী সভাপতি মোঃ মাহামুুদুল হাসান, রংপুর মহানগরীর সাবেক সভাপতি সামিউল ইসলাম ও গাইবান্ধা জেলা সভাপতি নোমান আব্দুল্লাহসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।