৭ মে ২০২৩, রবিবার

ভোলা জেলা জামায়াতের উদ্যোগে জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না- অধ্যাপক মুজিবুর রহমান

প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আমাদেরকে সেই নির্বাচন ফলপ্রসূ করার জন্য জনগণকে সাথে নিয়ে সকল ধরনের প্রস্তুতি নিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ময়দানে টিকে থাকতে হবে। জান এবং মালের সর্বোচ্চ কোরবানী শাহাদাতের তামান্না অন্তরে পোষণ করতে হবে। আমরা সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে ইসলামী আন্দোলনের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা-বিপত্তি থাকতেই পারে। সেগুলো মোকাবেলা করে দৃঢ়তার সাথে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে।

৬ মে ভোলা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন। শিক্ষাশিবিরে প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক জনাব আ্যডঃ মোয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলা তদারককারী জনাব এ কে এম ফখরুদ্দীন খান রাজী।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন মনির, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, জেলা তারবিয়াত সেক্রেটারী মাওলানা মোঃ আক্তার উল্লাহ, জেলা রাজনৈতিক ও নির্বাচন পরিচালনা সেক্রেটারী অধ্যক্ষ জিয়াউল মোরশেদ চৌধুরী, জেলা অফিস সেক্রেটারী মাস্টার নূরুল ইসলাম, জেলা বায়তুলমাল সম্পাদক বেলায়েত হোসেন, পৌর আমীর, সেক্রেটারীসহ বিভিন্ন উপজেলা আমীর ও সেক্রেটারীসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।