২৯ এপ্রিল ২০২৩, শনিবার

ফরিদপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলার ‘বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান। ২৮ এপ্রিল-২০২৩ তারিখ শুক্রবার এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন জাময়াতের ভারপ্রাপ্ত আমীর।
 
ফরিদপুর জেলা আমীর জনাব মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক জনাব এ,এইচ,এম হামিদুর রহমান আযাদ। সম্মেলনের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য ও মাদারীপুর জেলা আমীর মাওঃ আবদুস সোবহান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্যবৃন্দ এবং বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলার আমীরগণ।
 
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তায়ালা রাসূল (সঃ)কে পাঠিয়েছিলেন। আমাদেরও একই কাজ করতে হবে। আর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের তৈরী করা সমস্ত মতবাদকে নিচে রাখতে হবে এবং আল্লাহর কালেমাকে উপরে উঠাতে হবে। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আরো বলেন, আমাদের জান ও মাল সব কিছুই দেয়া আল্লাহর। তাই আমাদের কাজ হলো তার শুকরিয়া আদায় করা।
 
আমরা সকল হুকুম মানবো আল্লাহর। রোজা থেকে শিক্ষা নিলাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। অর্থাৎ সবকিছুর উপরে আল্লাহর হুকুম পালন করাকে জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।
রুকনদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় থাকতে হবে, কোনো দুর্বল হওয়া যাবেনা। ভারপ্রাপ্ত আমীর আরো বলেন, এসরকার মানুষের উপরে চরম ও অন্যায় ভাবে জুলুম নির্যাতন করছে। তিনি সরকারকে অতিদ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ারও দাবি জানান।
 
তিনি সরকারকে ওপেন চ্যালেন্জ দিয়ে বলেন যে, কুরআনের সংবিধান অনুযায়ী দেশ চলবে কিনা জনগনের মতামত নিন। অবশ্যই সবাই কুরআনের সংবিধান মেনে চলবে ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত আমীর বলেন, আল্লাহ তায়ালা জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল কিনে নিয়েছেন। এক্ষেত্রে আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ। আর এই চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালনের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধান ও রাসূল সা:-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
 
বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক জনাব এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, পরিকল্পনা বাস্তবায়নে রুকনদের দায়িত্ব ও কর্তব্য পালনে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, সুন্দর ভাবে কর্ম সম্পাদন করতে হলে অবশ্যই পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা বিহীন কোনো কাজই সুন্দর ও সফল হয়না। কোনো কাজ শুরু করার আগেই সুনির্দিষ্ট ও সুদীর্ঘ পরিকল্পনা নিতে হবে।
 
তিনি আরও বলেন, দায়িত্ব হচ্ছে আমানত। যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কাছে জবাবদিহি করতে হবে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ বদরুদ্দীন বলেন, এই রুকন সম্মেলনে যা শিক্ষা পেলাম সেটার আলোকে বছরের বাকিটা সময় কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন।