২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার

গাজীপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ইক্বামাতে দ্বীনকে আমাদের জীবনের উদ্দেশ্য বানাতে হবে- অধ্যাপক মুজিবুর রহমান

মহান রব পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করেছেন, ‘তোমরা আল্লাহর গোলামী কর মৃত্যুর পূর্ব পর্যন্ত।’ আর আল্লাহর গোলামী করাই হচ্ছে সিরাতুল মোস্তাকিম তথা সরল সঠিক পথ। আল্লাহ তাআলা আমাদের উপর রোযা ফরজ করেছেন মুত্তাক্বি হবার জন্য। তাই আমাদের আত্ম-পর্যালোচনা করে দেখা দরকার আমরা কতটুকু তাক্বওয়া অর্জন করতে পেরেছি। রমজানের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আমাদের জীবন পরিচালনা করা দরকার। তাক্বওয়া ভিত্তিক ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গঠনে সকল রুকনদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

২৮ এপ্রিল শুক্রবার সকালে গাজীপুর জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ শফিউদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত গাজীপুর জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। ইক্বামাতে দ্বীনকে আমাদের জীবনের উদ্দেশ্য বানাতে হবে। জান ও মালের কুরবানি ছাড়া এ কাজে সফলতা আসে না। তাই ইক্বামাতে দ্বীনের পথে অর্থ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর পথে আমাদেরকে আরো বেশি বেশি ব্যয় নজরানা পেশ করতে হবে। নিজেদের সম্পদ হতে দ্বীনের পথে অসিয়ত করে আখেরাতে জীবনকে সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, দুঃস্থ, ইয়াতিম এবং অসহায় মানুষের প্রতি আমাদেরকে সদয় হতে হবে। আমাদেরকে ঋণমুক্ত জীবন-যাপন করতে হবে।

তিনি আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সারা দেশে আটককৃত জামায়াতের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতের সর্বস্তরের রুকনদের জামায়াতের অনকূলে জনমত গঠনে ভূমিকা পালন করতে হবে। দাওয়াতি কাজ ও সামাজিক কাজ বাড়িয়ে দিতে হবে। সরকার আমাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াতের পক্ষে ব্যাপক জনমত গঠন করে আমরা আমাদের অধিকার আদায়ে ভুমিকা পালন করতে পারি।

ড: মাওলানা খলিলুর রহমান মাদানি তাঁর বক্তব্যে বলেন, ইসলামি আন্দোলনের কর্মীরা কখনো আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্যের বাইরে থাকতে পারে না। ইসলামী আন্দোলনের পথে সকল ত্যাগ-কুরবানির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

এছাড়াও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা উত্তর অঞ্চল টীম সদস্য জনাব আবুল হাসেম খান। সম্মেলনে জেলা নায়েবে আমীর আব্দুল হাকিম এবং মাওলানা সেফাউল হকসহ জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং জেলার সকল পর্যায়ের রুকনগণ অংশ গ্রহণ করেন।