১ এপ্রিল ২০২৩, শনিবার

কুমিল্লা মহানগরী জামায়াতের ইউনিয়ন ওয়ার্ড আমীর ও সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়- ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারের অধিনে কোন নির্বাচনে এদেশের জনগন অংশ গ্রহন করবে না ।এই সরকার একটি দালাল,অবৈধ দুর্নীতীবাজ সরকার।তারা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নিয়েছে।

কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন গ্রহনযোগ্য হবে না। নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধিনে ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি একটাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে একটি সুষ্ঠ নির্বাচন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করার আহব্বান জানান।

শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদোগে ইউনিয়ন/ওয়ার্ড আমীর ও সেক্রেটারি শিক্ষাশিবির প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি ডা.তাহের আরো বলেন, আমার কাজে কার্মে, চিন্তায় চেতনায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (স:) কে মডেল হিসাবে উপস্থাপন করতে হবে।সাধারণ মানুষের মাঝে ইসলামের সুমহান বাণী পৌছে দিতে হবে। সমাজের সকল মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে যাবে।একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার আহব্বান জানান।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটি এম মাসুম।

তিনি বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার দেশকে একটি অকল্যাণ রাষ্টে পরিনত করেছে। সারা দেশে চলছে জুলুম নির্যাতন খুন গুম,দুর্নীতি। দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই।এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এর থেকে পরিত্রান পেতে হলে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান।

তিনি আরো বলেন,ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কুরবাণীর সর্বোচ্চ নজরানা পেশ করে আল্লাহ সন্তুুষ্টি অর্জন করতে হবে। আল্লাহবীরু তাকাওয়া অর্জনের মাধ্যমে দ্বীনে দাওয়াতী কাজ করার আহব্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মু. আব্দুর রব,নুরুল ইসলাম বুলবুল।

শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া,শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবদুস সাত্তার।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর পরিচালনায় শিক্ষাশিবিরের এসময় উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সহকারি সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন ও নাসির আহম্মেদ মোল্লা প্রমুখ।