৩১ মার্চ ২০২৩, শুক্রবার

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

একটি জনকল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত- মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তৃণমূলে সকল মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা ও সৌন্দর্য বিকশিত করে ওয়ার্ড দায়িত্বশীলদের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আবদুর রব এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আবদুর রব বলেন, সর্ব পর্যায়ে দাওয়াতী কাজের মাধ্যমে তৃণমূলে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করতে হবে। ওয়ার্ড দায়িত্বশীলগণ এলাকার কৃষক, শ্রমিক, যুবক ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সংগঠিত করে ইসলাম কায়েমের উপযোগী পরিবেশ তৈরীতে অগ্রণী ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, আমাদের সংগঠনের জনশক্তির কাংখিত মানের মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) ও আসহাবে রাসুল (সাঃ) গণ। নিয়মিত কুরআন হাদীস অধ্যয়ন ও একনিষ্ঠ আল্লাহর ইবাদাতের মাধ্যমে আমাদের কাংখিত মান অর্জন করতে হবে। এলক্ষ্যে জনশক্তিকে সঠিকভাবে পরিচালনা এবং ব্যক্তিগত মানোন্নয়নে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা সেক্রেটারি এম বি হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাহমুদুল হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মুহাম্মদ নুরুল হোছাইনসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।