৩১ মার্চ ২০২৩, শুক্রবার

কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন'২০২৩ অনুষ্ঠিত

সমাজ পরিবর্তনের জন্য রাসুল (ﷺ) এর আদর্শকে মডেল হিসেবে উপস্থাপন করতে হবেঃ ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সমাজ পরিবর্তনের জন্য জামায়াতের রুকনদের রাসুল (ﷺ) আদর্শকে মডেল হিসাবে উপস্থাপন করতে হবে। সাহাবারা যে ভাবে দ্বীনের কাজ করেছেন সেভাবে সমাজে প্রতিটি স্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের ভার্চুয়াল রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ডা. তাহের আরো বলেন, জামায়াতের রুকনরা সবার আগে সমাজে সুবিধাবঞ্ছীত মানুষের পাশে দাঁড়াবে। তাদের সুখে -দুঃখে বিপদে এগিয়ে আসবে। সামাজ সেবার মাধ্যমে দ্বীনের কাজ করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হলে সবার আগে নিজেদেরকে উন্নত আমলের অধিকারি হতে হবে। উন্নত চরিত্রের অধিকারী হয়ে সমাজ পরিবর্তনের জন্য সবাইকে কাজ করার আহব্বান জানান।

কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর মু শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কুরবানীর সর্বোচ্চ নজরানা পেশ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। বর্তমান সরকার রাষ্ট্রেকে নৈতিক চরিত্রহীন পরিনত করেছে। মানুষের উপর যুলুম নির্যাতন করছে। আজ দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। সর্বত্রই চলছে অনিয়ম দুর্নীতি সয়লাব। 

তিনি রুকনদের আল্লাহ ভীরু তাকাওয়া অর্জনের মাধ্যমে দ্বীনে দাওয়াতী কাজ করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জামায়াতের রুকনদের ব্যক্তিগত আমলের উপর গুরুত্ব দিতে হবে। রাসুল (ﷺ) এর আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহন করে সাংগঠনিক দায়িত্ব পালন করার আহব্বান জানান।

সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন, কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।

জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক জেলা আমীর আবদুস সাত্তার।

সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু মাহফুজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, সরোয়ার কামাল মজুমদার, ইসরাইল মজুমদার প্রমূখ।