২৪ মার্চ ২০২৩, শুক্রবার

নাটোর জেলা জামায়াতের উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের আহ্বান সর্বস্তরে পৌঁছে দিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে ২৪ মার্চ শুক্রবার ভার্চুয়ালি এক পৌরসভা এবং ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড: মীর নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের মূল পরিচয় হলো আমরা ইসলামী আন্দোলনের কর্মী। ইসলামী আন্দোলন করার প্রথম সফলতা হল আল্লাহ তা'য়ালা আমাদের জাহান্নাম থেকে মুক্ত করবেন,জান্নাত দেবেন মাগফেরাত করবেন এবং দুনিয়াতে সফলতা দান করবেন। আমাদের কাজ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার কাজ এই কাজ যুগে যুগে নবী রাসূলগণ করে গেছেন এই মহৎ কাজের জিম্মাদার আমরা। অতএব এ কাজে আমাদের অবহেলা করা যাবে না। জামায়াতে ইসলামীর তিন দফা দাওয়াত হলো আল্লাহ তায়ালার গোলামি ও দাসত্ব করা এবং রাসূল সাঃ এর আনুগত্যের দিকে দাওয়াত দ্বিতীয়ত পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দাওয়াত তৃতীয়তঃ দুনিয়াতে দ্বীন কায়েমের জন্য দাওয়াত দেওয়া। জামায়াতে ইসলামির ভিশন হলো মানবতার কল্যাণ করা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এজন্য আমাদেরকে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের আহ্বান সর্বস্তরে পৌঁছে দিতে হবে এবং ইসলামী আন্দোলনের কাজ রুট লেবেল পর্যন্ত মজবুতি অর্জন করতে হবে।