বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় এসেছে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেয়ারটেকার সরকারের কোনো বিকল্প নেই।
তিনি ১৮ মার্চ শনিবার সকালে যশোর জেলার তিনটি শাখার সদস্যদের নিয়ে ভার্চুয়ালি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যশোর জেলা পূর্ব শাখার আমীর মাস্টার নূরুন নবীর সভাপতিত্বে এবং যশোর শহর শাখার আমীর অধ্যাপক গোলাম রসূলের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক মাওঃ আজিজুর রহমান। আরো বক্তব্য রাখেন যশোর পশ্চিম জেলা শাখার আমীর মাওঃ হাবিবুর রহমান এবং সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ করেন শহর শাখার সেক্রেটারি গোলাম কুদ্দুস, পূর্ব শাখার সেক্রেটারি মাওঃ আবু জাফর সিদ্দিকী ও পশ্চিম শাখার সেক্রেটারি মাওঃ শিহাব উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, সরকার আজ চোর-ডাকাতদের পরিবর্তে আলেম-উলামা, নিরপরাধ ও ভাল মানুষদের দিয়ে জেলখানা ভরে রেখেছে। দেশের বহু বেসরকারী স্কুল, কলেজ, ব্যাংক-বীমা ও হাসপাতাল সরকারী লোকেরা আজ দখল করে নিয়েছে। এ সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। তাই এ সরকারকে হটিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, সরকার দেশের প্রতিটা সেক্টরে দলীয় লোক নিয়োগ দিয়ে রেখেছে। আর দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত লোকেরাই আজকে অসৎ কজে জড়িয়ে পড়ছে। এদেরকে বাদ দিতে না পারলে দেশে শান্তি আসবে না। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, যারা ঈমান আনবে এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে তারাই জান্নাত লাভ করবে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।