১১ মার্চ ২০২৩, শনিবার

চুয়াডাঙ্গা-ঝিনাইদহে রুকন সন্মেলনে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান

পবিত্র রমজান মাসে রোজাদারদের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের দায়িত্বশীলদের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি ১১ মার্চ শনিবার সকালে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সন্মেলন-২০২৩ উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ আহবান জানান।

ভারপ্রাপ্ত আমীরে জামায়াত রুকনদের উদ্দেশে বলেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখ আমাদের উদ্দেশ্য নয় বরং আখিরাতের কল্যাণই আমাদের মূল উদ্দেশ্য। তাই আখিরাতে মুক্তির জন্য আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়ে যত কষ্টই হোক না কেন, আমাদের সবর করে সে পথে চলতে হবে। মানুষের বিপদ-মুসিবতে এগিয়ে এসে সমাজ পরিবর্তনের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটাপূর্ণ। দেশে ন্যায় বিচার বলতে কিছু নেই। ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। চারিদিকে মানুষের হাহাকার শুরু হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

রুকন সন্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর জনাব অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, দারসুল কুরআন পেশ করেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য জনাব ডঃ আলমগীর বিশ্বাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাডভোকেট রহুল আমীন, সহকারী অঞ্চল পরিচালক (যশোর-কুষ্টিয়া) জনাব মাওলানা আজিজুর রহমান এবং নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (যশোর-কুষ্টিয়া) জনাব মোবারক হুসাইন প্রমুখ।