বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে উপজেলা কর্মপরিষদ সদস্যদের এক শিক্ষাশিবির ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, উপজেলা কর্মপরিষদ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করে পালন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে। এজন্য জনগণকে সাথে নিয়ে জনদাবী আদায়ের জন্য কঠোর গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে শরীক হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এবং জনাব মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর জনাব মোহাম্মদ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা নায়েব আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। সঞ্চালকের ভূমিকা পালন করেন জেলা সেক্রেটারি মোঃ আলমগীর।