সমাজের মানুষের কল্যাণে সকল জনশক্তিদের ভূমিকা রাখতে হবে। মানবতার সেবার মাধ্যমে গোটা দেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে একথা বলেন ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এর পরিচালনায় অননুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড: সামিউল হক ফারুকী ও মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার ব্যবস্থাপনার পুন:প্রবর্তন করতে হবে। তিনি সরকারের উদ্দেশে আহবান জানিয়ে বলেন, আমীরে জামায়াতে জননেতা ডাঃ শফিকুর রহমানসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিন।