উত্তম চরিত্র, মানব সেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মহান আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের বিকল্প নেই। এজন্য ব্যাপক পড়াশুনো করতে হবে। আমাদের এখন বেশি দরকার মহান আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন। এজন্য রাত জেগে বেশি বেশি নফল ইবাদত ও অধ্যায়নে মনোনিবেশ করতে হবে। পথহারা মানুষের মুক্তির লক্ষ্যে দাওয়াতী কাজ বৃদ্ধি করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের সর্বপর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার গাজীপুর মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি আরো বলেন, মহান আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য গাজীপুর মহানগর জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এলাকার প্রতিটি পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে আপনাদের বিচরণ নিশ্চিত করতে হবে। সবসময় অসহায়, দুঃস্থ, আর্তমানবতার পাশে দাঁড়াতে হবে। দলমতের উর্ধ্বে উঠে মানব সেবা করতে হবে।
প্রধান অতিথি ডাঃ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের তার বক্তব্যে আরো বলেন, রাতের ভোটে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতি ও অপশাসনের কারণে সমগ্র পৃথিবীতে বাংলাদেশের মান সন্মান ভুলুন্ঠিত হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীনের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের নিরীহ মানুষগুলো চরম দূঃখ-দুর্দশায় দিনাতিপাত করছে। এই সুবিধা বঞ্চিত মানুষগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সমর্থকদের দিকে চেয়ে আছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা-কর্মী ও সমর্থক দানশীল, পরোপকারী ও দেশ প্রেমিক। তাঁরা সবসময় অসহায়, দুঃস্থ আর্তমানবতার সেবায় নিয়োজিত। জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। জামায়াতের প্রত্যেক নেতা-কর্মী সহযোগীকে অবশ্যই একজন সমাজ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। মানুষের বিপদ-আপদে পাশে থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মুহাম্মদ মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, দেশে আজ নিত্যপণ্যের দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা দেশের সাধারন মানুষ। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। ক্ষমতাকে পাকাপোক্তা করতে নতুন করে ছক আকছেন। তাই দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে সব ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীন বলেন, বর্তমান অবৈধ সরকারের পতন ঘটানো ছাড়া দুর্নীতি ও দুঃশাসন থেকে বাঁচার কোনো উপায় নাই। তাই সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমীর মোঃ আবুল হাশেম খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ স ম ফারুক ও মাওলানা মোঃ নুরুল আমিন প্রমুখ।