২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার

ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও যশোর সাংগঠনিক জেলা জামায়াতের যৌথ উদ্যোগে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

সরকারের দীর্ঘ মেয়াদি অপশাসনের ফলে দেশের জনগণ আজ সকল অধিকার থেকে বঞ্চিত- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকারের দীর্ঘ মেয়াদি অপশাসনের ফলে বাংলাদেশের জনগণ আজ সকল অধিকার থেকে বঞ্চিত। মৌলিক অধিকারের পাশাপাশি জনগণ আজ তাদের ভোটাধিকার থেকেও দীর্ঘ দিন বঞ্চিত। মজলুম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি আদর্শিক দলের নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধার আন্দোলনের সূচনা লগ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর জননেতা ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনের মতো কালো আইনে আটক রেখেছে। এই পরিস্থিতিতে জামায়াতের উপজেলা নেতৃবৃন্দের দায়িত্ব হলো দেশের সকল গ্রাম ও পাড়া-মহল্লায় জনমত তৈরি করে জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের মুক্তি আন্দোলনকে শক্তিশালী করা।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, সরকারের সকল হামলা-মামলা ও জেল-জুলুম মোকাবেলায় জামায়াত নেতৃবৃন্দকে উন্নত আমলিয়াতি জিন্দেগীর মাধ্যমে ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে এগিয়ে যেতে হবে।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও যশোর শহর সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

ঝিনাইদহ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বক্কর-এর সভাপতিত্বে ও নড়াইল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া সাংগঠনিক অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টীম সদস্য জনাব আব্দুল মতিন, ডঃ আলমগীর বিশ্বাস, যশোর শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের প্রমুখ।