বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে ১৯ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী ভার্সুয়ালি এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “বাংলাদেশ ইসলামের জন্য একটি ঊর্বর ভূমি। এ দেশের মানুষ ধর্মভীরু এবং পরিশ্রমী। পশ্চিমা বিশ্ব আমাদের ধর্মীয় ইতিহাস-ঐতিহ্য নিয়ে খেলা করছে। ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে নিয়য়মতান্ত্রিক পন্থায় কাজ করতে দেয়া হচ্ছে না। সেকুলার আদর্শে বিশ্বাসী সরকার ইসলামী মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এই অবস্থায় ইসলামী আদর্শের ভিত্তিতে আমাদের শিক্ষা ও সংস্কৃতি গড়ে তোলার জন্য বলিষ্ঠ ভূমিকা করতে হবে। সেই সাথে আপনাদেরকে বৃহত্তর আন্দোলনে নেতৃত্ব দিয়ে সমাজে ইসলামী আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল। অতীতে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করেছে। বর্তমানে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জামায়াতে ইসলামী যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। চলমান এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেন, “দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতাই আমাদের চূড়ান্ত সফলতা, যা অর্জনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে।”
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “একটি অর্থবহ পরিবর্তনের জন্য দরকার মজবুত সংগঠন। সংগঠন যত মজবুত হবে, লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছা ততই সহজ হবে। সংগঠন সম্প্রসারণের জন্য নেতৃত্বের ভূমিকা অপরিসীম। ইসলাম উদার, রহম দিল, জনবান্ধব নেতৃত্বকেই গুরুত্ব দিয়েছে। জনশক্তির সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সংগঠন ব্যাপক বিস্তার লাভ করতে পারে।
তিনি আরো বলেন, ইলম অর্জন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করে সংগঠনকে আরো মজবুত করতে হবে এবং দেশের চলমান স্থবিরতা পরিবর্তন করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক উপায়ে ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য খন্দকার একেএম আলী মুহসীনসহ অন্যান্য টিম সদস্যবৃন্দ। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যপক আবুল হাশেম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা আমীর জনাব রুহুল আমীন। সমাপনী বক্তব্যে শিক্ষাশিবিরের সভাপতি মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দিন আহমেদ মেহমানবৃন্দসহ অংশগ্রণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।