বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ দেশ ও জাতিকে বাঁচানো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক গতিশীলতা আনয়ন ও ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্যে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন এবং তিনি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার ফেরত দানের আহবান জানিয়েছেন।
তিনি আজ বুধবার জামালপুর জেলা জামায়াত আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব দাবি জানান।
তিনি আরো বলেন, “জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোট ও গণতান্ত্রিক ঐতিহ্য ফিরিয়ে এনে মানবাধিকার, সুশাসন তথা ন্যয় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে উপযুক্ত নেতৃত্ব দিতে হবে। ইসলামের সঠিক ও ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে ইস্পাত প্রাচীরতুল্য মজবুত সংগঠন গড়ে তোলার জন্য জামায়াতের জেলা এবং উপজেলা দায়িত্বশীলদের প্রতি আমি আহবান জানাচ্ছি।”
জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার বিদায়ী নায়েবে আমীর এডভোকেট মির্জা আবদুল মাজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ দায়িত্বশীল সমাবেশে বিদায়ী জেলা আমীর এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী, নব-নির্বাচিত জেলা আমীর কবীর আহমাদ হুমায়ুন, সাবেক জেলা আমীর মাওলানা আবদুস সাত্তার প্রমুখ বক্তৃতা করেন। ছাত্র নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।