২৭ আগস্ট ২০২২, শনিবার

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

দ্বীন কায়েমের প্রচেষ্টায় শপথের জনশক্তি রুকনদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে- মাওলানা আবদুল হালিম

জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে আপামর জনসাধারণের বিপদে-আপদে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসতে হবে। ব্যাপক সামাজিক কাজের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে হবে। পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন হিসেবে আল্লাহর জমীনে তাঁরই দ্বীন কায়েমের প্রচেষ্টায় জামায়াতের শপথের জনশক্তি রুকনদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জামায়াত প্রতিষ্ঠার ৮১ বছর পেরিয়ে আজকে ৮২ বছরে পদার্পন করেছে। জামায়াতের সর্বস্তরের জনশক্তিদের মজবুত ঈমানের বলে বলিয়ান হয়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মুকাবিলার জন্য ইলমী যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর গোলাম হিসেবে জান্নাতের প্রত্যাশায় আমলি জিন্দেগি উন্নততর করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে।

২৬ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ভার্চুয়াল প্লাটফর্ম-এ যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমীর বিশিষ্ট আলেমে দীন মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন ফারুকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা শিক্ষাবিভাগের সেক্রেটারি হাফিজুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আনোয়ার হোসেন প্রমুখ।