সরকারের সীমাহীন দুর্নীতির প্রভাব আজ জনগণের উপর পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊধ্বগতির কারণে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। দ্রব্যমূল্যের ঊধ্বগতির মাঝেও সরকার গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। দেশবাসী মনে করে, সরকারের গ্যাসের দাম বৃদ্ধির চেষ্টা অযৌক্তিক ও অন্যায় সিদ্ধান্ত। গ্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত জনগণের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
কুড়িগ্রাম জেলা জামায়াত কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আবদুল হালিম আরো বলেন, জামায়াত কর্মী মানে সমাজ কর্মী। সুতরাং জামায়াত কর্মীদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সবসময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না।”
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ ও মাওলানা আব্দুল হামিদ মিয়াসহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।