বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “জাময়াতের সকল স্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সকল অবস্থায় মানুষের সেবায় তাদের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকারের জুলুম-নির্যাতনের শিকার মাজলুম ভাইদের কথা স্মরণ করে তিনি বলেন, শতাব্দীর জঘণ্য ও বর্বর নির্যাতনের পরেও দায়িত্বের ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ ছিলেন সুদৃঢ় ও আপোষহীন। ইস্পাত-কঠিন এই ঈমানী চেতনা ধারণ করতে হবে এবং অগণতান্ত্রিক বর্তমান জালেম সরকারের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদেরকে বিরামহীনভাবে ছুটতে হবে চূড়ান্ত সফলতার দিকে।”
১৯ আগষ্ট শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম উপরোক্ত কথা বলেন।
রংপুর মহানগরী আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম।
মাওলানা আবদুল হালিম আরো বলেন, “জামায়াতের রুকনগণকে দায়িত্ব পালনের ক্ষেত্রে হতে হবে পাগলপারা ও আপোষহীন। তাদেরকে শপথের হক আদায় করে কাজ করতে হবে এবং ঈলম চর্চা ও উন্নত চরিত্র গঠনে তৎপর হতে হবে।
তিনি সকলকে সেশনের বাকি সময়ে পরিকল্পনার অবশিষ্ট কাজ বাস্তবায়নের উপর জোর তাগিদ দেন এবং হক আদায় করে ময়দানে ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।”