১২ আগস্ট ২০২২, শুক্রবার

সমাজ পরিবর্তনে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে- মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার উদ্যোগে ১২ আগষ্ট শুক্রবার ষান্মাসিক রুকন সম্মেলন ভার্চুয়াল প্লাটফর্ম-এ অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল খালেক। দারসুল কুরআন পেশ করেন ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম।

মাওলানা আবদুল হালিম বলেন, “এ সম্মেলন হচ্ছে আত্ম-পর্যালোচনার জন্য। শপথের আলোকে আমাদেরকে জীবন পরিচালনা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। সংগঠনের রিপোর্ট মূলত সদস্যদের কাজের প্রতিফলন। রিপোর্টের মাধ্যমেই ফুটে উঠে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের চিত্র।

তিনি আরো বলেন, ত্যাগ-তিতিক্ষা ও সবর আমাদেরকে মঞ্জিলে-মাকসুদে পৌঁছাতে পারবে। জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন। এবারের বন্যায় জামায়াতে ইসলামী দল-মত-ধর্ম নির্বিশেষে সর্বোচ্চ সামর্থ্যানুযায়ী জনগণের পাশে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্বওমী মাদরাসাসহ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। সমাজ পরিবর্তনে নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য তিনি সদস্যদের প্রতি আহবান জানান।”

জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শেষ হয়।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১২ আগস্ট শুক্রবার ভার্চুয়্যাল প্লাটফর্ম-এ ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও রংপুর-দিনাজপুর অঞ্চল সদস্য মাওলানা আব্দুল খালেক ও ডা. আব্দুর রহীম সরকার। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা আখিরাতের সফলতার জন্য এ আন্দোলনে যুক্ত হয়েছি। দ্বীনের একজন দাঈ হিসাবে সকলকে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দুর্বলতাগুলো কাটিয়ে আত্মসমালোচনা করে জেলার বিপুল জনসমর্থন কাজে লাগাতে হবে। সমাজসেবায় আরও তৎপর হতে হবে।

তিনি আরো বলেন, আমাদের জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। আমাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে।

আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। উত্তম আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সর্বাবস্থায় সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মানতে হবে। সংগঠনের রুকন হিসাবে দায়িত্বের হক আদায় করে কাজ করতে হবে।

ভয়-ভীতির তোয়াক্কা না করে আমাদেরকে ইসলামী আন্দোলনের দাবি পুরণে সাহসিকতার পরিচয় দিতে হবে এবং ত্যাগ-কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল স্তরের জনশক্তির মান সংরক্ষণে দায়িত্বশীলদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “আল্লাহকে পাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করা দরকার। নিজের জীবনকে আল্লাহর রঙ-এ রঙিন করতে হবে, সত্যের সাক্ষ্য হতে হবে এবং হক আদায় করে দায়িত্ব পালন করতে হবে।”