৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার

নারায়ণগঞ্জে এক দম্পতি অভাবের তাড়নায় নবজাত সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি

অসহায় মানুষের পাশে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী

৬ সেপ্টম্বর সোমবার কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে, নারায়ণগঞ্জ জেলার এক দম্পতি অভাবের তাড়নায় তাদের নবজাত সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।

পত্রিকার মাধ্যমে আমীরে জামায়াত বিষয়টি অবগত হয়ে নারায়ণগঞ্জ জেলা সংগঠনকে সরেজমিনে ভিজিট করে সহমর্মিতা প্রকাশ করার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন।

আদেশ প্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব মুমিনুল হক ও জেলা সেক্রেটারী জনাব জাকির হোসাইনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ রূপগঞ্জ উপজেলা হেল্থ কমপ্লেক্সে (হাসপাতালে) দম্পতির কাছে ছুটে যান। উল্লেখ্য যে, নবজাতকের মা বর্তমানে উপজেলা হেল্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃবৃন্দ নবজাতকের মা-বাবার সাথে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্টের সাথে সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে দেন। হেল্থ কমপ্লেক্সের চিকিৎসকদের নবজাতকের মায়ের যথাযথ চিকিৎসার জন্য অনুরোধ করেন এবং ঔষধপত্র ক্রয় ও অন্যান্য খরচের জন্য নগদ অর্থ প্রদান প্রদান করেন।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।