আপনারা ও আপনার দল আওয়ামীলীগ এবং সুভাষ সিংহের দল সেদিন কিন্তু জামায়াতের বিরুদ্ধে কোন কথা বলেন নাই। সেদিন জামায়াত আপনাদের প্রিয় দল ছিলো। জামায়াতকে নিয়ে আপনারা ঐক্যজোট করেছিলেন। জামায়াতকে আপনারা কদমবুচি করেছিলেন।আপনাদের লজ্জা করা উচিত। জামায়াত এদেশে বেশি ক্ষতি করে নাই যত ক্ষতি করেছেন আপনারা, এই আওয়ামী শক্তিরা। আপনারা এদেশের যত সর্বনাশ করেছেন, এতো সর্বনাশ এখনো কেউ করতে পারে নাই। কাজেই আজকে আমি বলছি, আমি ক্ষেপে যাচ্ছি না। আসেন, আজকে জামায়াত বিপদে পড়েছে, তাই আমি প্রকাশ্যে জামায়াতের পক্ষ নিচ্ছি। আমি এখন এই মুহুর্তে জামায়াতকে সমর্থন করছি। আমি মনে করছি জামায়াতের প্রতি অন্যায় করা হয়েছে। যেই ক্ষমা ১৯৭৩ সালে বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন, সেই বিচার আপনারা অন্যায়ভাবে করেছেন এবং একটি মানুষকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করেছেন (শহীদ আব্দুল কাদের মোল্লা)।
চ্যানেল আই গ্রামীণফোন তৃতীয় মাত্রা টকশো আলোচনায় এক দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে উপরোক্ত মন্তব্য করেছেন মেজর (অব.) আখতারুজ্জামান। ১৩ ডিসেম্বর ২০১৩
সম্পূর্ণ টকশো এখানেঃ ভিডিও