১ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১১:৫৭

‘একটি ভোটও পাননি যে প্রার্থী’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থীর বিচিত্র এক অভিজ্ঞতা হলো। তফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণা চালিয়েছেন সমানতালে। পোস্টার ব্যানারও লাগিয়েছিলেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার মিছিলও করেছেন। ভোটের দিন তাকে ভোটও দিয়েছেন অনেকে। কিন্তু সন্ধ্যায় ফলাফলে দেখা গেছে তার পক্ষে কোনো ভোটই পড়েনি। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলে তিনি কোনো ভোটই পান নি। হতভাগা এই প্রার্থী হলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী।

http://mzamin.com/article.php?mzamin=152513&cat=6