২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:২৬

ঢাক-১৫ আসনে ধানের শীষের পক্ষে মতবিনিময়,পথসভা ও প্রচার মিছিল

ঢাকা -১৫ আসনে প্রতিদিন বাড়ি বাড়ি পুলিশের অভিযান, প্রচার কার্যক্রমে হামলা চালিয়ে কর্মীদের মারধর, গ্রেফতার এবং আ.লীগ প্রার্থী ও তার কর্মীদের পক্ষ থেকে ভয়-ভীতি প্রদর্শন, পোষ্টার-ব্যানার লাগাতে না দেয়াসহ বৈরি পরিবেশকে উপেক্ষা করে ধানের শীষের প্রার্থী ডা. শফিকুর রহমান ও তার কর্মী-সমর্থকরা ওয়ার্ড, কেন্দ্রভিত্তিক নানা শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়, পথসভা, প্রচার মিছিল এবং গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নিচ্ছে।
ইতোমধ্যে ডা. শফিক বিভিন্ন ক্লাব-সমিতি, ডাক্তার, আইনজীবি, আলেম-ওলামা, শ্রমিক, ছাত্র, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় করেন। তিনি আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত ও সুষ্ঠু নির্বাচন আদায়ে ভূমিকা রেখে ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ করেন।
আজ বৃহষ্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিশে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে সংসদীয় আসনের মিরপুর পশ্চিম শেওড়াপাড়া থেকে শুরু করে ইষ্টওয়েষ্ট স্কুল এলাকা, সিটি বাজার, পীরেরবাগ, শামীম স্মরণী ও ওলিমিয়ারটেক পর্যন্ত গণসংযোগ ও প্রচার মিছিল এবং পথসভা করেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সালাউদ্দিন আইয়ুবী, থানা ২০ দলীয় জোটের অন্যতম নেতা ইউসুফ আলী মোল্লা, কামাল হোসেন, শ্রমিক নেতা সুলতান মাহমুদ,আক্তার হোসেন, ছাত্রনেতা যুবায়ের হোসেন প্রমুখ।