১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:৩০

সড়কে প্রাণ গেল ১৪ জনের

বারো জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজশাহীর পুঠিয়ায় তিউনিশিয়ার নাগরিকসহ দুইজন, সাতক্ষীরায় নানি-নাতি, পাবনায় ব্যাংক কর্মচারীসহ দুইজন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যানচালক, নওগাঁর পত্নীতলায় ধান ব্যবসায়ী, গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ব্যক্তি, খুলনার পাইকগাছায় বাইসাইকেল আরোহী, পটুয়াখালীতে মোটরসাইকেলচালক, ময়মনসিংহের গৌরীপুরে ইউপি সচিব, শেরপুরে মোটরসাইকেল আরোহী ও নোয়াখালীতে কলেজছাত্র রয়েছেন। এ নিয়ে ১১৭ দিনে সড়কে প্রাণ গেল ১১৫৮ জনের। কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সাবেক মন্ত্রীসহ ৫ জন আহত হয়েছেন। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
পুঠিয়া (রাজশাহী) : উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিউনিশিয়ার নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন তিউনিশিয়ার নাগরিক মো. আব্বসী ও টাঙ্গাইল জেলার মধুপুর আহাদ আলীর ছেলে পিকআপ ভ্যানচালক গোলাপ মিয়া।
সাতক্ষীরা : খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মঙ্গলবার নানি-নাতি নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদা বেগম ও তার নাতি ফাহাদ।
পাবনা : সুজানগর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের বিরাহিমপুর নামক স্থানে সোমবার রাতে ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে এক ব্যাংক কর্মচারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার মাধপুর গ্রামের আ. হামিদ পালান।
নোয়াখালী : সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোয়াখালী কলেজের এইসএসসির ছাত্র অনয় চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর মারা গেছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মো. বাবুল মিয়া নিহত হন।
পত্নীতলা (নওগাঁ) : উপজেলায় ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পাইকগাছা (খুলনা) : উপজেলার কপিলমুনিতে সোমবার সন্ধ্যায় কয়লাবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মাসুম।
পটুয়াখালী (দ.) : পটুয়াখালী-আমতলী মহাসড়কের পকিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে মোটরসাইকেলচালক মঙ্গলবার মারা গেছেন।
গৌরীপুর : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব খোরশেদ আলম খান পাঠান নিহত হন।
শেরপুর : সদর উপজেলার খড়খড়িয়া এলাকায় ট্রলির সঙ্গে মাথায় আঘাত লেগে তাজুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চান্দিনা (কুমিল্লা) : উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা।

https://www.jugantor.com/todays-paper/news/123654