১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:৪০

প্রচারণার দ্বিতীয় দিনেও বিরোধীদের ঘর-বাড়ি ও অফিসে অগ্নিসংযোগ এবং লুটপাট

# প্রার্থীসহ গ্রেফতার শতাধিক ॥ আহত তিন শতাধিক
একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন। প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারণায় নামতে না নামতেই গতকাল বুধবারও দেশের বিভিন্নস্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। অবস্থা এমন যে, কোথাও বিরোধী প্রার্থী ও তাদের নেতাকর্মীদের দাঁড়াতেই দিচ্ছেনা সরকারি দল। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার বিরোধী নেতাকর্মীদের উপর হামলার পাশাপাশি তাদের ঘর-বাড়ি ও অফিসে অগ্নিসংযোগ এবং লুটপাট চালানো হয়েছে। ভাংচুর চালানোর পর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া, পোস্টার ছিনতাই, দলীয় কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুর, কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে মারধরের ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকালের হামলার ঘটনায় তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। প্রার্থীসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও রিটার্নিং কর্মকর্তাদের তরফ থেকেও কোথাও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মঙ্গলবার বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলাসহ ১৮টি জেলায় বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা করার পর, নেতা-কর্মীদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের পর গতকালও দেশের বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। টার্গেট করে পরিকল্পিতভাবে এ হামলা, হত্যা,আঘাত ও শারীরিক নির্যাতন অব্যাহত রয়েছে। বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরাতেই এসব হামলা হচ্ছে। বর্তমানে সারাদেশে আতংকজনক অবস্থা বিরাজ করছে। তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্শীদের ঘর থেকে বের হলেই হামলা চলছে, ঘরের ভিতর থাকলেও গ্রেফতার করা হচ্ছে, পার্টি অফিস থেকে গ্রেফতার করছে। অপর পক্ষে পুলিশ প্রটোকলে প্রচারণা চালাচ্ছে আওয়ামী প্রার্থীরা। বাংলাদেশের মানুষ এমন অদ্ভূত নির্বাচন আগে কখনও দেখেনি। এহেন সহিংসতার মাত্রা বিস্তারে সেনাবাহিনী দ্রুত মোতায়েন ছাড়া কোন বিকল্প নেই। তিনি বলেন, ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণার দফায় দফায় হামলা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন কিছুই করছেনা। উল্টো পুলিশও হামলায় অংশ নিচ্ছে। তিনি বলেন, যত বাধা, হামলা হোক না কেন নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে সরানো যাবে না, বরং ভোটের অধিকার প্রতিষ্ঠায় পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়ন, ইউনিয়নে, থানায় থানায় সাধারণ জনগণকে নিয়ে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী সকল বাধা অতিক্রম করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবে।
ঢাকা: ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের প্রচারে দুই দফা হামলার অভিযোগ করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর বৌদ্দ মন্দির এলাকায় ও দুপুরে মাদারটেক এলাকায় এসব হামলা হয়। হামলায় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বৌদ্দ মন্দির এলাকায় বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়।
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ দুপুর পৌনে ১টার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর মাদারটেক এলাকায় আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ঢাকা-৯ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস গণসংযোগকালে আকস্মিকভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। তারা প্রার্থীর হাত থেকে ধানের শীষের লিফলেট কেড়ে নেয় এবং নেতাকর্মীদেরকে বেধরক মারধর করে। তাদের হামলায় গুরুতর আহত হন বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা রিপন, সিরাজ প্রমুখ। রিজভী বলেন, হামলার সময় ধানের শীষের নারী কর্মী-সমর্থকদেরকেও মারধর ও লাঞ্ছিত করা হয়। পুলিশের আশকারাতেই আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রিজভীর।
এদিকে ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে বাসার গেটের সামনে বিকট শব্দে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় তারা বাসার ভেতরে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা মিটিং করছিলেন। রবিন বলেন, ঢাকা-৪ আসনে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। কেউ বাসায় থাকতে পারছেন না।

ববি হাজ্জাজের অফিসে’ ছাত্রলীগের হামলা: বিশিষ্ট ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের ছেলে ও মুসলিম লীগ মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ববি হাজ্জাজ তার নির্বাচনী অফিসে প্রতিপক্ষ প্রার্থীর লোকেরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন। হামলার প্রতিকার চেয়ে তিনি সিইসিকে চিঠি দিয়েছে। বুধবার দুপুরে ববি হাজ্জাজ নিজে এসে নির্বাচন কমিশনে এই অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন, বর্তমান কমিশনের প্রতি আস্থা রেখেই আমরা ৫৫টি আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু পরিতাপের বিষয় নির্বাচনী পরিবেশ নিয়ে গণমাধ্যমে অসন্তোষ প্রকাশ করে আসলেও এ ব্যাপারে আশানুরূপ কোনো প্রতিকার পাইনি। ইসিতে অভিযোগে ববি বলেন, গত মধ্যরাতে আমার নির্বাচনী এলাকার গেন্ডারিয়া থানা সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা শিশিরের নেতৃত্বে বর্তমান এমপির কর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করে। আমার পোস্টার ছিঁড়ে ফেলে। কার্যালয়টি দখল করে রেখেছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ- ৬ আসনে বিএনপির প্রার্থী শরিফুল আলম এর নির্বাচনী পথসভায় হামলা চালিয়েছে পুলিশ। সন্ধ্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উজিরপুর ইউনিয়নের চৌমুরি বাজারে এ হামলা চালায় পুলিশ। কেন এ হামলা চালানো হয়েছে জানতে চাইলে পুলিশ কিছুই জানায়নি।
নবাবগঞ্জ: নির্বাচনী গণসংযোগের সময় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল পাঁচটার দিকে তাকে আটক করে দোহার থানা পুলিশ। তবে পুলিশের বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নেয়া হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোহারের বাঁশতলা মোড় থেকে করম আলী মোড় হয়ে জয়পাড়া পর্যন্ত তাদের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ছিল। কিন্তু বিকেল পাঁচটার দিকে এই প্রচারণা থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল বলে প্রার্থীর নিরাপত্তার স্বার্থে তাঁকে থানায় নেয়া হয়েছে। তবে খন্দকার আবু আশফাককে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের কোনো জবাব দেননি ওসি।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কালাম বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং অন্যায়ভাবে আমাদের নেতাকে তুলে নিয়েছে। দোহার উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন অভিযোগ করেন, সরকার দলীয় প্রার্থী দিনরাত প্রচার চালাচ্ছে। কিন্তু তাদের কোন ধরনের বাধা দেওয়া হচ্ছে না। আর আমরা মাঠেই নামতে পারছি না। তিনি দাবি করেন, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।
নোয়াখালী সংবাদদাতাঃ নোয়াখালী- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান বলেন, আ’মীলীগ পরিকল্পিত ভাবে আমাদের নির্বাচনী কার্যক্রমে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করছে। তিনি বলেন, এক তরফা নির্বাচনের অংশ হিসেবে এসব করা হচ্ছে। তিনি এ ঘটনার নিন্দা জানান এবং সুষ্টু তদন্তের দাবি জানান। বিএনপি এ ঘটনার সাথে জড়িত নয়।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের কাজী পাড়া কাজী নূর জামানের বাড়িতে বিএনপি নেতা কর্মীরা উঠান বৈঠকে বসে। এ সময় আ”লীগের কয়েক জন সস্ত্র-সন্ত্রাসী হুন্ডায় করে এসে ঐ বাড়িতে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তাদের হামলায় বিএনপির ২০ জন নেতা কর্মী আহত হয়। সংঘর্ষ চলাকালিন সময়ে আ’লীগের এক কর্মী মারা যায়। এ ঘটনার পর আ’লীগের কর্মীরা হাজী নুর জামানের বাড়িতে পুলিশের উপস্থিতিতে নুর পাটওয়ারীর হাট বিএনপির কার্যালয়ে, আব্দুল আউয়াল ও আব্দুর রহিমের দোকানে ও রিজবির বাড়িতে ৩টি ঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটসহ ব্যাপক তান্ডব চালায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকারিয়া, বিএনপি নেতা ভিপি জসিম, ঐক্যফ্রন্ট নেতা কাওসার মিয়াজি, যুব দলের জেলা সেক্রেটারি নুরুল আমিন খান।
এ দিকে তার আগে সন্ধা ৭টায় জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী- ৪ আসনের আ’লীগ প্রার্থী একরামুল করিম চৌধুরী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিএনপি অতকির্ত ভাবে হামলা চালিয়ে ও গুলী করে কাজির পাড়ার যুবলীগের ওয়ার্ড সভাপতি মোঃ হানিফকে হত্যা করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বিএনপি আ’লীগের সংঘর্ষ চলাকালিন সময়ে এওজবালিয়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: গতকাল সকাল থেকে যশোরের ঝিকরগাছা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে আটক করেছে বলে জানা গেছে। আটককৃতরা হলো ঝিকরগাছা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল ওয়াদুদ শংকরপুর ইউনিয়নের মাষ্টার গোলাম মোস্তফা ও গঙ্গানন্দপুর ইউনিয়নের মিজানুর রহমান। তারা সবাই জামায়াত নেতা বলে জানা গেছে। এদিকে ঐক্য ফ্রন্টের প্রার্থী মুহাদ্দীস আবু সাঈদের ধানের শীষের প্রচার মাইক ভাংচুর করে মেমুরী কার্ড কেড়ে নিয়েছে নৌকা প্রতিক প্রার্থী মেজর নাসির উদ্দিনের অনুসারীরা। জানা গেছে ঝিকরগাছা কায়েমকোলা বাজারে ধানের শীষের প্রচার মাইক পৌছলে মেজর নাসিরের নির্দেশেই প্রচার মাইক আটকে দেয়া হয়, এবং সেখানে থাকা মেজর নাসির হুংকার দিয়ে বলেন ঝিকরগাছা - চৌগাছায় কোন ধানের শীষের মাইক চলবে না। অন্য দিকে শ্রীরামপুর বাজারে ধানের শীষের মাইক পৌছালে ঐ গ্রামের গফুরের ছেলে সাজু ও তার সাংগরা মাইক সেট ভাংচুর করে এবং মেমুরী কার্ড কেড়ে নেয়। এদিকে নির্বাসখোলা বল্লা বাজারে ধানের শীষের প্রচার মাইক পৌছলে আওয়ামী লীগের কর্মীরা তাতে বাধা দিয়ে মাইক ফেরত পাঠায়। এ ঘটনায় জেলা জামায়াত ইসলাম ও ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী তীব্র নিন্দা উদ্বেগ্ন প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তারা বলেছেন আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ জামায়াত বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চলিয়ে গ্রেফতার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে যাতে জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী মুহাদ্দীস আবু সাঈদের পক্ষে কেউ কাজ করতে না পারে,এবং যশোর ২ আসনে ধানের শীষের প্রথীর পক্ষে গণজোয়ার উঠায় তারা দিশেহারা হয়ে মাইক ভাংচুর, হামলা, মামলা, পেশী শক্তি ব্যবহার করছে। জামায়াত নেতারা প্রশাসনের এ নগ্ন হস্তক্ষেপ বন্ধ ও প্রচার,গণসংযোগ, সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্বাচন কমিশনের নিকট জোর দাবি করেছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ মনোনিত ও বিএনপি মনোনিত প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১ টার দিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ও বিএনপি মনোনিত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনিরের কর্মীরা রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তায় আলাদা আলাদা ভাবে পোস্টার লাগাতে থাকে। আর পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী রাসেল ও বিএনপি কর্মী আবু মাসুমের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের সাগর, তোফাজ্জল হোসেন, রাসেল, সূজন বাবু, রফিকুল ইসলাম, জাকির হোসেন, আল-আমিন, সোহেল, খলিল মিয়া, আমজাদ, মোমেন, আসলামসহ মানিক, আবুল হোসেনসহ ১৭ জন আহত হয়। আহতদের মধ্যে রাসেল ও সাগর নামে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭ নেতা-কর্মী আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের কুষ্টিয়া রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন নির্বাচনী কার্যালয় থেকে তাদেরকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনের সড়ক দিয়ে নৌকা প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলকারীদের উপর বিএনপির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।
তবে প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীরা জানান, নির্বাচনী কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীর সাথে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় নৌকা প্রার্থীর সমর্থকরা একটি মিছিল মিছিল বের করে এবং বিএনপির নির্বাচনী কার্যালয়ে অকস্মাৎ প্রবেশ করে তাদের হুমকি প্রদান ও কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর পুলিশ এসে ঝটিকা অভিযান চালিয়ে ওই কার্যালয় থেকে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুকসহ দলীয় ২৭ নেতা-কর্মীকে আটক করে। এরপর ওই নির্বাচনী কার্যালয় প্রায় একঘন্টা ঘেরাও রেখে তল্লাশীর পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের অভিযান চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তেমন কিছু না পাওয়া গেলে তাদের ছেড়ে দেয়া হবে।
বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, সম্পূর্ণ বিনা উস্কাসিতে নৌকার প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করে হুমকি প্রদান ও কয়েকজন কর্মীকে মার-ধর করে। এ ঘটনার পর পরই পুলিশ আমার কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় ২৭ জন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় বিএনপি জোটের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
ঝিনাইদহ সংবাদদতা ঃ ঝিনাইদহÑ১ শৈলকুপা আসনের বিএনপি‘র মনোনীত প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামীলীগের ক্যাডার বাহিনী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার শেখপাড়া বাজারে।
এ সময় হামলাকারীরা প্রার্থীর পাজেরো গাড়ি, তিনটি মাইক্রোবাস, ২৫টি মটর সাইকেল ভাঙচুর করে। এছাড়া দুটি মটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। আসাদুজ্জামান জানান, তিনি মঙ্গলবার বিকেলে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ চালাচ্ছিলেন। একপর্যায়ে রাত আটটার দিকে আওয়ামীলীগের চিহ্নিত সস্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এদিকে নির্বাচনী প্রচারে হামলার পর হামলাকারীরা নিরাপদে সরেযাবার সুযোগ পেলেও বিএনপি নেতা শেখপাড়া দুঃখীমাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ও ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সহ চার বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে বলে এ্যাড.আসাদুজ্জামান জানান ।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ূবুর রহমান বলেন শেখপাড়ায় ঝামেলা হয়েছে, তবে পরিস্থি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
অপরদিকে গতকাল একই সময়ে বিএনপি‘র দলীয় প্রার্থীর পোস্টারে আগুন দিয়েছে আওয়ামীলীগের দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শৈলকুপা পৌরসভা এলাকার খালধারপাড়ায়। এ সময় প্রচার মাইক বন্ধকরে কর্মীদের পেটানোর অভিযোগও করা হয়। এ বিষয়ে ধানের শীষের প্রার্থী. আসাদুজ্জামান বলেন দুপুরে তার প্রচার মাইক বের হলে পৌর এলাকার খালধারপাড়ায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে পোস্টারে আগুনদেয় এমনকি প্রচার মাইকের সাথে থাকা কর্মীদেরও মারপিট করে।
চুয়াডাঙ্গা সংবাদদাতা: আনুষ্ঠানিক প্রচারণার ২য় দিনেও চুয়াডাঙ্গা-২ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীদের হাতে ধানের শীষের অফিস ভাংচুর ও নেতাকর্মীদের আহত করার ঘটনা ঘটেছে। জেলার জীবননগর উপজেলার রায়পুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধনের পর পরই আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা হামলা চালিয়ে অফিসের চেয়ার ভাঙচুর করেছে। এ সময় ছাত্রদল নেতা সিহাবকে পিটিয়ে মারাত্মক আহত করে। আহত ছাত্রদল নেতাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রায়পুর বাজারে ধানের শীষ প্রতিকের একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ করার শেষ সময়ে আওয়ামীলীগের নেতাকর্মিরা বিএনপির অফিস ভাংচুর সহ অফিসে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মিদের উপর হামলা চালায়। এ সময় আহত হয় রায়পুর গ্রামের ফকির চাদের ছেলে বিএনপি নেতা মিজানুর (৪৫),রেজাউলের ছেলে ভুট্ট(৩৮) ছোট খোকার ছেলে দিলু(৩০)এবং কামরুজ্জামানের ছেলে ছাত্রদল নেতা সিহাব(২০)। চার জনের মধ্যে ছাত্রদল নেতা সিহাবের অবস্থা আশঙ্কাজনক। উপস্থিত বিএনপি নেতারা জানায়- রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মীর্জার নেতৃত্বে আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী হাতে হাঁতুড়ি, বড় বড় দা ও লাঠিসোটা নিয়ে মিছিল করতে করতে আমাদের ওই অফিসের সামনে গিয়ে আকষ্মিক হামলা চালায়। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী সিহাবের অবস্থা খারাপ হওয়ায় তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা তাহাজ্জুত হোসেন মীর্জা বলেন, ঘটনার সময় রায়পুর বাজারে আমার দোকানে বসে টিভি দেখছিলাম। বিএনপির নেতাকর্মীরা ঘটনার সময় বাজারের মোড়ে মিছিল করছিল। ওই সময় আমাদের লোকজনকে তারা হিট করলে পরবর্তীতে আমাদের ছেলেরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায়। অফিসে ভাঙচুরের কোন ঘটনা আমরা দেখতে পাইনি।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রোকনুজ্জামান বলেন,মঙ্গলবার রাতে রায়পুর গ্রামের কামরুজ্জামানের ছেলে সিহাব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার পিঠে ,মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার ঘটনা ঘটেছে এবং সিহাব নামে একজন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে।
এ ছাড়া সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে ধানের শীষের পোষ্টার লাগাতে গেলে আওয়ামীলীগের কর্মীরা বাধা দেয় এবং তাদের মারমুখি আচরনে পোষ্টার না লাগিয়ে ধানের শীষের কর্মীরা ফিরে আসার খবর পাওয়া গেছে।
কুমিল্লা অফিস: কুমিল্লায়-৬ (সদর) আসনে গত ৩ দিনে নৌকা সমর্থকদের হামলার ধানের শীষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ বুধবার আদালতে হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হন সদর আসনে বিএনপির প্রার্থী হাজী ইয়াসিনের অনুসারী জেলার সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী ও তার স্ত্রী। গুরুতর আহত মাহবুবকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর মনোহরপুস্থ নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
লিখিত বক্তব্যে প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন জানান, তার অনুসারী নগরীর সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী বুধবার সকালে তার স্ত্রী স্কুল শিক্ষিকা নাসরিন আক্তারকে সাথে নিয়ে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে আদালত ভবনের সামনে ১৫/২০জনের একটি দল মাহবুব ও তার স্ত্রীর উপর হামলা চালিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা চালানো হয়। আদালত পুলিশের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজী ইয়াছিন আহত নেতা-কর্মীদের ছবি দেখিয়ে বলেন, ‘গত তিনদিনে তাঁর নির্বাচনী এলাকায় নৌকার সমর্থকরা পৃথক কয়েকটি স্থানে হামলা চালিয়ে বিএনপির কমপক্ষে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। এসময় বাড়িঘর ও দোকানপাট ভাংচুর এবং মিথ্যা মামলা দিয়ে দলের নেতা-কর্মীদের হয়রানী করা হয়। হাজী ইয়াসিন প্রশাসনের নিকট নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির দাবী জানান।
ফেনী: ফেনী জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি, যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। শহরের বিএনপি অধ্যুষিত রামপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের অভিযানে সরকারদলীয় নেতাকর্মীরাও রয়েছে বলে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ।
পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল জানান, মঙ্গলবার বিএনপি প্রার্থীর গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়ায় সরকার দলীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এরপর দুপুর থেকে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারে মহড়া দিচ্ছে পুলিশ। দুপুরে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেটের সামনে থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, নয়ন ও মিলনকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি, যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের বাসায় অভিযান চালানো হয়।
যুবদল সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত জানান, তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেয়া হয়েছে। এসময় পুলিশের সাথে সরকারি দলের নেতাকর্মীরাও ছিল বলে অভিযোগ করেন তিনি।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়াকে প্রত্যাহারের দাবি করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ওসির বিরুদ্ধে লোকজনকে থানায় ডেকে নিয়ে নৌকায় ভোট চাওয়া ও দলীয় নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ করেছেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সেলিম।
বুধবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। শাহাদাত হোসেন সেলিম লেভারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব।
তিনি বলেন, ওসি তোতা মিয়া ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের হুমকি দিচ্ছেন, কারণ ছাড়াই হয়রানি করছেন। নির্বাচনী প্রচারণায় বাধা ও লোকজনকে থানায় ডেকে নিয়ে নৌকায় ভোট চাইছেন। আওয়ামী লীগের ক্যাডাররা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহারসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় এ মুহূর্তে বিতর্কিত এ ওসিকে প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর: ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ২৫টি নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এসব কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে নির্বাচনী অফিসে ভাংচুর চালানো হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এছাড়া ধানের শীষের পক্ষে কাজ করার ‘অপরাধে’ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাদা পোশাকের পুলিশ হয়রানি করছে বলে তারা অভিযোগ করেন।
ফরিদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ জানান, রাতের আধারে শহরের টেপাখোলা বেলতলা, বৈরাগী স্কুল, পশ্চিম খাবাসপুর মেডিকেল হাসপাতাল এলাকা, আদমপুর ও গঙ্গাবর্দী এলাকার বিভিন্নস্থানে ধানের শীষ প্রতীকের প্রায় ২৫টি নির্বাচনী কার্যালয় একরাতের মধ্যেই ভাংচুর করা হয়।
জানা গেছে, চেয়ার-টেবিলসহ এসব কার্যালয়ে রক্ষিত বিভিন্ন মালামাল এবং আসবাবপত্র ভাংচুর ও তছনছ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী কার্যালয়ের সামনের ব্যানার ও পোস্টারও ছিড়ে ফেলা হয়েছে।
বিএনপি নেতা সরফরাজ খান সুন্দর জানান, আলিপুর বাদামতলা মোড়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধানের শীষের নির্বাচনী কার্যালয় করা হয়েছিলো। এই কার্যালয়টি ভাংচুরের পাশাপাশি ড্রয়ারে রাখা নগদ টাকা ও চেকবই নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নৈশপ্রহরী জানান, দুইটি মাইক্রোবাস ও প্রায় ২৫টির মতো মোটরসাইকেলে করে আসা লোকজন মুখোশে মুখ ঢেকে ও হেলমেট পড়া অবস্থায় নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।
ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হিসেবে অখ্যায়িত করে বলেন, নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার জন্য সবধরণের পন্থাই তারা বেছে নিচ্ছে। সাদা পোশাকে পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করছে। একের পর এক অভিযোগ জানিয়েও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না।
সিলেট: সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে পুলিশ। এছাড়া চেয়ার- টেবিলও জব্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞার নেতৃত্বে মাইক ও চেয়ার- টেবিল নিয়ে যাওয়া হয়। এসময় তিনি বলেন, ঐক্যফ্রন্টকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। দরগায় সভা করার কোন অনুমিত তারা চাননি।
রেজিস্ট্রারি মাঠে সভা না করার কারণ বলতে গিয়ে মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি বলেন, সময় স্বল্পতা ও একাধিক কর্মসূচি থাকায় রেজিস্ট্রারি মাঠের সভা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, দরগা মাজার জেয়ারতের পর প্রচার শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। এজন্য এখানে একটি ছোট মঞ্চ ও মাইক বসানো হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ে গেছে।
বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাগেরহাট-৪ সংসদীয় আসনের ধানের র্শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। এ হামলায় অধ্যক্ষ আব্দুল আলীমসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত অপর ৩ জন হলেন, আল-আমীন (২৫), রাকিব (২৩) ও রাহাত (২৩)। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এই হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী ডা. মোজ্জাম্মেল হেসেন এমপি’র কর্মী-সমর্থকদের দায়ী করেছেন বাগেরহাট-৪ আসনে ধানের র্শীষের প্রার্থী ও জামায়াত নেতা আব্দুল আলীম।
হামলার শিকার জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম জানান, প্রতিদিনের ন্যায় তিনিসহ তার লোকজন নির্বাচনী প্রচারে নামলে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি ডা. মোজাম্মেল হোসেনের লোকজন এই হামলার ঘটনা ঘটায়। এতে আমাদের ৩ কর্মী আহত হয়েছেন। অধ্যক্ষ আব্দুল আলীম আরো বলেন, হামলায় তার একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন এবং অপর একজনের মোবাইল ফোন খোয়া গেছে।

এ সম্পর্কে মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে হামলার কোনো আলামত বা ফৌজদারি ‘অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ’ পাওয়া যায়নি।
যশোর: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিরোধীপক্ষ নৌকার কর্মী ও সমর্থকরা তার প্রচারণা কাজে বাধা সৃষ্টি করছেন। বিশেষ করে গত দুইদিনে শহরের বিভিন্ন স্থানে সাটানো ধানের শীষের প্রায় ১০ হাজার পোস্টার ছিড়ে ফেলা ও পুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি প্রচার মাইক ভাংচুর করা হচ্ছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না।
কেশবপুর: বিএনপির প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট জুলফিখার আলী অভিযোগ করেন, যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের প্রচার মাইক মঙ্গলকোট ইউনিয়নের পাঁচারই এলাকায় গেলে প্রচারকারী আবু সাঈদ ও থ্রি-হুইলারের চালক রফিকুল ইসলামকে মারপিট করে ব্যাটারি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গতকাল বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আবু সাঈদ বলেন, ছয়টি মোটরসাইকেলে ১০-১২ জন যুবক এসে এ হামলা চালায়। তারা ধানের শিষের প্রচার না করার জন্য শাসিয়ে মাইকের ব্যাটারি নিয়ে চলে যায়। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মিজানূর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর: নাটোর-০৩ (সিংড়া) নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের অব্যাহত হামলা, মারপিট এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সিংড়া উপজেলা বিএনপি। সিংড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ লিখিত বক্তব্য বলেন, গত ৯ নবেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা ৭ জন বিএনপি নেতাকর্মীকে মারপিট করে গুরুতর আহত করে। এছাড়াও অর্ধশত বিএনপি নেতাকর্মীকে আহত করা হয়েছে। বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণার মাইক ভাঙচুরসহ পোস্টারে অগ্নিসংযোগ করে।
সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী জামায়াতের আবদুল খালেক। সদর উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার অভিযোগ করেন, তাদের কর্মী-সমর্থকেরা সোমবার সন্ধ্যায় উপজেলার বৈকারী ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার লাগান। এ সময় একদল যুবক কাথন্ডা বাজার ও নাপিতঘাটা এলাকায় ধানের শীষের সব পোস্টার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। একই সময়ে তারা নুরুল মুন্সি, সাবেক ইউপি সদস্য জালালউদ্দিন ও আবদুল খালেক হাজরার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারপিট করেন। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল ইসলাম ও বৈকারী ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য জুলফিকার ইসলামের নেতৃত্বে বৈকারী ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
সদর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ওমর ফারুক অভিযোগ করেন, সাতক্ষীরা পৌরসভার কাটিয়া, ইটেগাছা, আলী মাদ্রাসা, রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় তাদের প্রার্থীর পোস্টার রাতে ছিঁড়ে ফেলেছেন যুবলীগের কর্মীরা। এ ছাড়া কাটিয়া এলাকা থেকে তাঁদের ৫০০ পোস্টার ছিনতাই করে নেওয়া হয়েছে।
জামায়াতের অভিযোগ, সদরের আলিপুরে আওয়ামী লীগের সমর্থকেরা এবং ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে ঘোনায় ধানের শীষ প্রতীকের বিপুলসংখ্যক পোস্টার ছিঁড়ে আগুন দেওয়া হয়েছে। তবে ফজলুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে বিএনপির প্রার্থী জামায়াতের জি এম নজরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, উপজেলার গোদাড়া গ্রামের ইয়াসিন আরাফাত ও আশিকুর রহমান সোমবার রাতে তাঁর পাঁচ হাজার পোস্টার নিয়ে গোদাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে নোওয়াবেঁকি এলাকায় যুবলীগের সদস্যরা সেই পোস্টার ছিনিয়ে নেন। এ ছাড়া একই রাতে কাশিমাড়ি কৃষক লীগের সভাপতি এস এম সানাউল্লাহর নেতৃত্বে কাশিমাড়ি বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় রাস্তার ওপর দিয়ে টানিয়ে দেওয়া ধানের শীষ প্রতীকের পোস্টার নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। তবে সানাউল্লাহর দাবি, ধানের শীষ প্রতীক জামায়াতকে দেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তারাই নজরুল ইসলামের পোস্টার ছিঁড়ে ফেলছেন। সদর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ওমর ফারুক জানান, এসব ঘটনা উল্লেখ করে তাঁরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় বিএনপি সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, দোকান ভাংচুর ও ধানের শীষ প্রতীকের পোস্টার আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে সদরের বৈকারি এলাকায় এ হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার জানান, মঙ্গলবার রাতে ধানের শীষের কর্মী-সমর্থকরা বৈকারি ইউনিয়নের বিভিন্নস্থানে পোস্টার টাঙাতে গেলে একদল যুবক স্থানীয় কাথন্ডা বাজার ও নাপিতঘাটা এলাকায় ধানের শীষের পোস্টারে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা নুরুল মুন্সি, সাবেক ইউপি সদস্য জালাল ও খালেক হাজরার বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও নাপিতঘাটায় একটি সারের দোকান ভাংচুর করে। স্থানীয় যুবলীগ নেতা ইনজামামুল ইসলাম ইঞ্জার নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।এ ঘটনায় দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। বুধবার বিকেলে বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আফসার আলী অভিযোগ করে বলেন, বিকেলে বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে মান্নান তালুকদারের পথসভা ছিলো। এ সময় আওয়ামী লীগও পাল্টা মিটিংয়ের মাইক বের করে। আমরা কুসুম্বী যাবার পথে বিনোদপুর এলাকায় পৌঁছালে পুলিশ আমাদের ওইখানে পসভা করতে নিষেধ করে পার্শ্ববর্তী বিনোদপুরে পথসভা করতে বলে। আমরা সেখানেই পথসভা করি। ওই সভায় মান্নান তালুকদার বক্তব্য রাখার পর গাড়িতে উঠছিলেন। এমন সময় আওয়ামী লীগের ২০/৩০ জন ক্যাডার এসে আমাদের ওপর হামলা করে এবং প্রার্থীর গাড়ি ভাঙচুর করে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মী সমাবেশ ছিলো। সেখানে বিএনপি প্রোগ্রাম দিয়েছে। সেখানে তারা সভা করতে না পেরে বিনোদপুর বাজারে এসে বিএনপির লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের লোকজনের ওপর আক্রমণ করে। এতে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কুসুম্বী এলাকায় দু’পক্ষই মিটিং ডেকেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে গাড়ি ভাংচুরের বিষয়টি আমাদের চোখে পড়েনি।

শৈলকুপা: বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের পোস্টার পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এছাড়া পোস্টার ছিনতাই, দলীয় কার্যালয় ও মাইক ভাঙচুর, কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে মারধরের ঘটনাও ঘটেছে।
মেহেরপুর: মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল বেলা ১১টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গাংনী পৌরশহরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। অথচ জেলা পুলিশ প্রশাসন এ ব্যপারে একেবারে নিশ্চুপ। এভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না।
মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শিংড়া বাজারে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিএনপির নির্বাচনী সমাবেশে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর অভিযোগ, গতকাল সন্ধ্যায় শালিখার সিংড়া বাজারে বিএনপির পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ ছিল। সমাবেশ চলাকালে নৌকা প্রতীকের প্রার্থী বীরেন শিকদারের ভাই বিমালুন্দ শিকদারের নির্দেশে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ সময় নয়ন মুন্সীসহ পাঁচ নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থলে ছয়টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

নওগাঁ: নওগাঁর রাণীনগরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার পারইল ইউনিয়নে বগারবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের বিএনপির সভাপতি নুর মোহাম্মাদ জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগারবাড়ী বাজারে একটি নির্বাচনী প্রচার ক্যাম্প করা হয়। মঙ্গলবার সারাদিন কাজ শেষে রাতে সবাই বাড়ি চলে গেলে রাত অনুমান ৯টায় দুর্বৃতরা হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করেছে। এসময় খুঁটি এবং ছাউনির কাপড় তছনছ করেছে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান জানান, ঘটনা শুনেছি। এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

http://www.dailysangram.com/post/357038