২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ১০:৪৪

ঝরে গেল আরো ১৪ প্রাণ : আহত ৬২

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১৪ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন।
নাটোর ও বড়াইগ্রাম সংবাদদাতা জানান, জেলার বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও সিমেন্ট কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ইউনুস আলী মুন্সীগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের হোসেন আলী মাতব্বরের ছেলে। নিহত অপর জনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে জেলা প্রশাসক গোলামুর রহমান ও ইউএনও আনোয়ার পারভেজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্টবোঝাই ট্রাকের সাথে (ঢাকা মেট্রো ই ৬১-০০৪৪) বিপরীতমুখী যাত্রীবাহী বাস মিম আলিফ ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর ধামইরহাট থেকে বরিশালের চকমোনাই পীরের দরবারের উদ্দেশে ছেড়ে যাওয়া বাস দুর্ঘটনার শিকার হয়ে দুইজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। নিহতের নাম আবদুল কাদের (৭০) ও মহাতাব উদ্দিন (৩৯)।
দুর্ঘটনায় আহত যাত্রী ধামইরহাট বাজারের উত্তর চকযদু মহল্লার সাদেকুল ইসলাম পলাশ বলেন, গত শনিবার রাতে ধামইরহাট, মঙ্গলবাড়ী ও জয়পুরহাটের ৫৩ জন যাত্রী নিয়ে তারা বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে কুষ্টিয়ার খোকসা উপজেলার মির্জাপুর এলাকায় ভোরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে নামিয়ে দেন। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী উপজেলার জাহানপুর ইউনিয়নের পঞ্চবর্গা গ্রামে মৃত আজিম উদ্দিনের ছেলে আলহাজ আবদুল কাদের ও একই ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারের মৃত আজিম উদ্দিনের ছেলে মহাতাব উদ্দিন মারা যান। স্থানীয় হাসপাতালে আহত ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর ধামইরহাটে ট্রাক্টরের চাপায় গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) এক শিক্ষার্থী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ওয়াদুদ সামা বলেন, চন্দ্রকোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম রেজা (১১) তার সহপাঠীকে নিয়ে সাইকেলে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মানপুর এলাকায় বালুবহনকারী ট্রাক্টর ওই দুই পরীক্ষার্থীকে চাপা দেয়। তাৎক্ষণিক তাদেরকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার পথে মাসুম মারা যায়। অপর পরীক্ষার্থীর রাইহান গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মাসুম রেজা জয়পুরহাট সদর উপজেলার মাসিমপুর গ্রামের আবু হানিফের ছেলে। এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছেন।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, তেঁতুলিয়ায় প্রাইভেট কারের সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক রুবেল (২৫) নিহত এবং তার ছেলে বায়েজিত (৬) ও ভাতিজি মুন্নি বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন।
গতকাল দুপুরে তেঁতুলিয়া-পঞ্চগড় বাইপাস সড়কের আজিজনগর ও তেঁতুলিয়া গবরা সড়ক ক্রসিং মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রুবেল (৩৫) শালবাহান ইউনিয়নের মহিগছ গ্রামের আবদুল বারেকের ছেলে। পরিবারের লোকজন জানান, রুবেল বাড়ি থেকে মোটসাইকেলে ছেলের চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
এ সময় লোকজন তেঁতুলিয়া ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার বায়েজিত ও মুন্নিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে রেফার করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ প্রাইভেট কারটি আটক করেছে। নিহতের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানায়।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে সটের গাছতলায় গতকাল সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছবোঝাই নসিমনের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জাহিদ হোসেন (৪০) নিহত হন। তিনি খুলনার শেখপাড়ার তোতা মিয়ার ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী খুলনা খালিশপুরের হারুনুর রশিদের ছেলে মো: জব্বারকে (৩২) গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মোসাম্মৎ জান্নাতুল মাওয়া ইশা (১২) নামে এক পিইসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী ও মোহাম্মদ দিদারুল ইসলামের মেয়ে। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বোর্ড অফিসসংলগ্ন ছিলা শাহ মাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেছা (২৬) মাইলের মাথা এলাকায় টুটুল বিল্ডিংয়ের বাসিন্দা রাসেল বেপারির স্ত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার নয়া দিগন্তকে জানান, মেহেরুন্নেছা বাসা থেকে বেরিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সংবাদদাতা জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে আল আমিন (২২) নামে একটি যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়েছেন। গতকাল দুপুরে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের শরীয়তপুর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকার জয়নালের ছেলে বলে জানায় পালং মডেল থানা পুলিশ।

মাদারীপুর থেকে (ঢাকা মেট্রো-জ-৫৮৫৫) একটি যাত্রীবাহী বাস শরীয়তপুরের উদ্দেশে যাওয়ার পথে ওই বাসটির হেলপার আল আমিন বাসের সাইট দিয়ে যাওয়া একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিতে গিয়ে নিজেই ছিটকে নিজ গাড়ির নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বিকেলে কাভার্ডভ্যান চাপায় আনোয়ারা বেগম (৭৮) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার মধ্যম শ্রীপুর গ্রামের মৃত বাঁচা মিয়ার স্ত্রী ও যুবলীগ নেতা জামাল উদ্দিন স্বপনের মা। স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছেন।
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মাসুদ (১৮) ও আরিফ (২০) নামে দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের তাজুর ঘাটা এলাকায় তৈলবাহী মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ পাইন্দং ইউনিয়নের তাজুর বাড়ির আবুল বশেরের ছেলে, আরিফ একই বাড়ির আবুর ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহত মাসুদ পাইন্দং দাখিল মাদরাসা থেকে এবার জেডিসি পরীক্ষা দিয়েছে। আরিফ একই মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী।
বাসস জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাঙা বটতৈল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ওসি রফিকুল ইসলাম জানান, সকালে আলহাজ পরিবহনের একটি যাত্রবাহী বাস ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মাসুদ হোসেন ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি মারা যান। মাসুদ কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করেছে পুলিশ।

http://www.dailynayadiganta.com/last-page/367418