২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ১০:৩৩

গায়েবি মামলা নিয়ে রিট খারিজ

সারা দেশে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবীসহ প্রায় তিন লাখ মানুষের বিরুদ্ধে দায়ের করা প্রায় চার হাজার গায়েবি ও কাল্পনিক মামলার তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিশন চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সাথে ছিলেন অ্যাডভোকেট মো: মাসুদ রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৯ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গায়েবি ও কাল্পনিক মামলার দায়েরের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে রিটে বিভক্ত আদেশ দেন। হাইকোর্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করলেও অপর বিচারপতি মো: আশরাফুল কামাল রিট খারিজ করে আদেশ দেন।
জ্যৈষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আদেশে আইজিপিকে গায়েবি ও কাল্পনিক মামলাগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এসব মামলা কেন হলো তা তদন্ত করতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। একই সাথে এসব (গায়েবি ও কাল্পনিক) ফৌজদারি মামলা করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং এ ধরনের ‘কল্পিত’ মামলা দায়ের সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে রুল জারি করে। এর সাথে দ্বিমত পোষণ করে রিট আবেদন খারিজ করে আদেশ দেন বেঞ্চের অপর বিচারপতি মো: আশরাফুল কামাল।

দ্বিধাবিভক্ত আদেশ হওয়ায় নিয়ম অনুসারে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি বিষয়টি সুরাহার জন্য বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) গঠন করে দেন।
গত ২২ সেপ্টেম্বর সারা দেশে পয়লা সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে তিন হাজার ৭৩৬টি মামলা দায়ের করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলায় আসামি করা হয়েছে তিন লাখ ১৩ হাজার ১৩০ জনকে আসামি করে মামলার তদন্ত করতে উচ্চপর্যায়ের একটি কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট আবেদনে ‘গায়েবি ও কাল্পনিক’ এসব মামলা যারা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।
প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ রিট দায়ের করেন।

http://www.dailynayadiganta.com/first-page/367424