ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দীর্ঘ যানজট। মঙ্গলবার ভাটিয়ারী থেকে তোলা সমকাল
৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ১২:৫৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ২০ কিলোমিটারের অধিক এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার চট্টগ্রাম সিটি গেট থেকে বারআউলিয়া পর্যন্ত এই যানজট দেখা দেয়। তবে বিকেলে তা ভয়াবহ আকার ধারণ করে। যানজটের ফলে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়েতে হয়েছে। সকাল থেকে শুরু হওয়া যানজট সন্ধ্যা ৬টায়ও স্বাভাবিক হয়নি বলে জানান চালক ও যাত্রীরা। চট্টগ্রাম নগরীতে দূরপাল্লার গাড়ি ঢুকতে না পারার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে ও জেলা পুলিশ।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরের অলংকার আগ্রাবাদ এক্সেস রোড় ও ফৌজদারহাট চট্টগ্রাম বন্দর সংযোগ সড়কে যান চলাচল অযোগ্য হয়ে পড়ায় সেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মহানগর যানজটমুক্ত করতে মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রামমুখী গাড়িগুলো চট্টগ্রামে প্রবেশ করতে না দেওয়ায় সীতাকুণ্ডে এই যানজট সৃষ্টি হয়েছে।

ফৌজদারহাট জলিল গেট এলাকার ব্যবসায়ী মোহাম্মদ রফিক বলেন, সকাল সাড়ে ১১টায় নিজের প্রাইভেটকার নিয়ে চট্টগ্রাম সিটি গেট এলাকায় আটকা পড়ি। এই রাস্তার যানজট প্রকট আকার ধারণ করেছে। একই দৃশ্য চট্টগ্রাম বন্দর ফৌজদারহাট সংযোগ সড়কেও।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মহানগর যানজটমুক্ত রাখতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম নগরীতে ঢুকতে দিচ্ছে না। চট্টগ্রাম মহানগীরর প্রবেশমুখ চট্টগ্রাম বন্দর-ফৌজদারহাট সংযোগ সড়ক আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা গাড়িগুলো। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদারহাট, চট্টগ্রাম সিটি গেট, আবদুল্লাঘাট, জলিল গেট, বানুরবাজা, বিটিসি গেট, বিএমএ গেট, ভাটিয়ারী, স্টেশন রোড়, চেয়ারম্যানঘাটা, মাদামবিবিরহাট, কদমরসুল, শীতলপুর ও বারআউলিয়া এলাকা পর্যন্ত পেরিয়ে যায় যানজট।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, চট্টগ্রাম মহানগরীতে যানজট সৃষ্টি হওয়ায় সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রামে প্রবেশ করা দূরপাল্লার গাড়িগুলো আটকে দিচ্ছে মেট্রোপলিটন পুলিশ। ফলে সীতাকুণ্ডে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম কদমতলী এলাকায় শ্রমিকরা গাড়ি ঢুকতে দিচ্ছে না বলে জানান তিনি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, দুপুরের পর থেকে যানজট শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীতে দূরপাল্লার গাড়ি ঢুকতে না দেওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

http://samakal.com/todays-print-edition/tp-lokaloy/article/18106485