২৮ অক্টোবর ২০১৮, রবিবার, ১০:৪৯

রাজশাহীতে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে পবা উপজেলার গহমাবোনা এলাকার বিপরীতে ভারতীয় সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে সনি (২২) নামে ওই যুবকের লাশ ভেসে উঠে। পরে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

সনি গোদাগাড়ী উপজেলার বিয়ানাবোনা গ্রামের গোলাম রসুল বেনুর ছেলে।

পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে সনিকে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায়। তার সাথে রাসেল নামে আরেক যুবক ছিল। তাকেও গুলি করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সনির মরদেহে তারা গুলির চিহ্ন দেখেছেন। তাদের ধারণা, গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় বিএসএফ সদস্যরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লিটন হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাসেল ও সনি পদ্মা নদী পার হয়ে সীমান্তে গরু আনতে যান। তখন বিএসএফ সনিকে ধরে নিয়ে যায়। আর হাতে গুলিবিদ্ধ হয়ে রাসেল পালিয়ে আসে।

রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসারত রাসেল একই গ্রামের মো. খোকার ছেলে।

বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজ বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা শুক্রবার ভারতের দুটি ক্যাম্পের বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছিলাম। তারা আমাদের বিষয়টি নিশ্চিত করেনি।’

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। আহত রাসেলের সাথে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করবেন বলেও জানান তিনি।-ইউএনবি

http://www.dailysangram.com/post/351116