১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৫:৩৬

তফসিলের আগে সড়ক অবকাঠামোতে নজর

আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই, সেই সময়টা আসার আগেই যতটা পারা যায় প্রকল্প অনুমোদনের মাধ্যমে মাঠপর্যায়ে অর্থ ছাড়ের মাধ্যমে জনতুষ্টিতে নজর দিচ্ছে সরকার। মাত্র দুই দিনের ব্যবধানে সড়ক অবকাঠামো খাতের পাঁচটি প্রকল্পসহ মোট ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেকে) ডাকা হয়েছে। এই দেড় ডজন প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে বলে প্রস্তাবনা থেকে জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৪৫২টি প্রকল্প যুক্ত করা হয়েছে। এর মধ্যে বরাদ্দসহ অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩৪৬, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২২৭টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৭টি এবং জেডিসিএফ প্রকল্প দু’টি। এসব প্রকল্পের মধ্যে গত ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত এডিপি থেকে স্থানান্তরিত হয়েছে ১ হাজার ২৩৪টি প্রকল্প। একেবারেই নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ১১২টি। যেহেতু সরকারের মেয়াদকালের শেষে এবং অর্থবছরের মাঝপথে এসে নির্বাচন পড়ছে তাই তড়িঘড়ি করে জনতুষ্টির জন্য সড়ক ও গ্রামীণ অবকাঠামোর প্রকল্পগুলো ঝাঁক ধরে প্রস্তাব দেয়া হচ্ছে।

অনুমোদনের জন্য প্রস্তাব করা হচ্ছে, চার হাজার ৬২ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ের রাজশাহী ওযাসার ভূ-উপরিস্থিত পানি শোধনাগার নির্মাণ, এক হাজার ২২৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটির বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নত ও বাস টার্মিনাল নির্মাণ, ব্যয় ৬৪ কোটি টাকা বাড়ানো হচ্ছে ঢাকা সিটির পরিচ্ছন্নতাকর্মীদের নির্বাস প্রকল্পে, এক হাজার ৮৬৭ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা, ৩০২ কোটি টাকা ব্যয়ে বৈরাগীরপুর-টুমচর-বাউফল জেলা সড়ক প্রশস্তকরণ, ২ হাজার ৫৫১ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে চট্টগ্রাম জোনের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, এক হাজার ৩৪১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মোল্লাহাট এক শ’ মেগাওয়াট সোলার পিডি প্ল্যান্ট, ৯৫২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে যশোর অঞ্চলের গ্রামীণ সড়ক উন্নয়ন, ৯৩৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন, তিন দফায় ব্যয় বাড়িয়ে ৩৪৪ কোটি টাকায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মাণ।

এ ছাড়া পাইপলাইনে রয়েছে গাজীপুর সিটির রাস্তা উন্নয়নের তিনটি প্রকল্প। তিন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৯৯ কোটি টাকা। এখানে ওয়ার্ড পর্যায়ে তিন ধরনের রাস্তা নির্মাণ করা হবে। গাজীপুর জোন এক ও ৫ নম্বরের রাস্তা, নর্দমা ও ফুটপাথ নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩ শ’ কোটি টাকা। আর ২, ৪ ও ৩ নম্বর জোনের জন্য নেয়া প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দু’হাজার ৮৬০ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া রাস্তা উন্নয়নের জন্য একটি অ্যাসফল্ট প্ল্যান্ট করা হবে ৩৮ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব করা হয়েছে। সেখানে ২৩৮ দশমিক ৬৫ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪২ কোটি ২৬ লাখ ১৭ হাজার টাকা। পায়রা ও রামপালে দু’টি আলাদা বিদ্যুতের প্রকল্প আসছে।
আইএমইডির তথ্যানুযায়ী, গত জুলাই ও আগস্ট দুই মাসে এডিপির বাস্তবায়ন অগ্রগতি হয়েছে মাত্র ৩.৪৯ শতাংশ, যা গত অর্থবছরে এ দুই মাসে ছিল ৫.১৯ শতাংশ। আর এটি হলো অর্থব্যয়ের হার। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যেসব প্রকল্প অনুমাদন ও সংশোধন করা হচ্ছে সেগুলোর কতটা সঠিকভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে সরকারি ওই সংস্থারই সংশয় রয়েছে।

http://www.dailynayadiganta.com/first-page/356057