৮ অক্টোবর ২০১৮, সোমবার, ১০:২০

ট্রাক্টরের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

চার জেলায় আরও ৫ জনের প্রাণহানি

দেশের পাঁচ জেলায় সড়কে শিক্ষার্থীসহ আরও ৬ জনের প্রাণহানি হয়েছে। মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার বড় বোন।
রাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একটির পেছন থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক নারী। নেত্রকোনার কেন্দুয়ায় টাক্টর উল্টে এর চালক নিহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি ও মিয়াবাজারে গাড়িচাপায় প্রাণ গেছে স্কুলছাত্রসহ দু’জনের।
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি চাপায় মারা গেছে আরেক স্কুলছাত্রী। এ নিয়ে গত ৪৮ দিনে সড়কে নিহত হয়েছেন ৩৭০ জন। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-
রাজধানী : যাত্রাবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একটির পেছন থেকে ছিটকে পড়ে হালিমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়া অংশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমার ভাই মুস্তাফিজুর রহমান জানান, তিনি ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকা থেকে ছোট বোন হালিমাকে নিয়ে মোটরসাইকেলে কাকরাইল যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
এ সময় তার বোন হালিমা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, হালিমা তিন সন্তানের জননী। তার স্বামীর নাম বাবুল মিয়া। তবে তিনি ডেমরায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন।
মেহেরপুর : ট্রাক্টরের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে রুমি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হয়েছে তার বড় বোন সুমি (৪)। রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গাংনীর ভরাট গ্রামের হাসিনা খাতুন অসুস্থ দুই শিশুসন্তানকে নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত আলগামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তেরাইল গ্রামে একটি ট্রাক্টর তাদের বহনকারী আলগামনে ধাক্কা দেয়।

এ সময় মায়ের কোল থেকে রুমি ও সুমি পড়ে যায়। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন। আহত সুমির অবস্থাও আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): টাক্টর উল্টে ঘটনাস্থলেই এটির চালক বাচ্চু মিয়া (৫০) নিহত হয়েছেন। রোববার দুপুরে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামে হাওরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কেন্দুয়া পৌর শহরের দিগদাইর গ্রামের রাজধর আলীর ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানা সংলগ্ন মাইজপাড়ায় বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মো. তারবিজ হোসেন মাহি (১৫)।
সে দাউদকান্দি উপজেলার তিনপারা গ্রামের মনির হোসেনের ছেলে এবং স্থানীয় নৈয়াইর স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। শনিবার রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ: ভটভটি চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে নাচোল উপজেলার পণ্ডিতপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম কবিতা (১৫)। সে উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
নাচোল থানার ওসি জানান, বাবা গোলাম কবিরের সঙ্গে মোটরসাইকেলে নাচোল-আমনুরা সড়ক দিয়ে যাচ্ছিল স্কুলছাত্রী কবিতা। পথে পণ্ডিতপুরে গোলাম কবিরের মাথার ক্যাপ মাটিতে পড়ে গেলে তার মেয়ে ক্যাপটি ওঠাতে যায়। এ সময় গরু বোঝাই একটি ভটভটি কবিতাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লা : রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আতর ইসলাম (৬০) উপজেলার সোলাকান্দি গ্রামের মৃত লাল মিয়া মজুমদারের ছেলে।

https://www.jugantor.com/todays-paper/last-page/98536