৫ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১০:৫৪

ঢাকার সাথে দক্ষিণের ২১ জেলার যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা

ঢাকার সাথে দেশের দণিাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরিসহ সব ধরনের নৌযান বন্ধে চিঠি দিয়েছে সেতু কর্তৃপ। ওই চিঠিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপ (বিআইডব্লিউটিএ)। সড়ক যোগাযোগের স্বার্থে ওই ফেরি রুট বন্ধ ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে এ সংস্থাটি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বলেন, ঢাকার সাথে দণিাঞ্চলের ২১টি জেলার গাড়ি এ পথ ব্যবহার করে চলাচল করে। এ রুট বন্ধ করা হলে যোগাযোগ্য ব্যবস্থা ব্যাহত হবে। এ বিষয়টি সেতু কর্তৃপকে জানিয়েছি। তিনি বলেন, ওই নৌপথে ড্রেজিং চলবে পাশাপাশি নৌযান সতর্কতার সাথে চলাচল করবে।
এর আগে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো: শফিকুল ইসলাম এক চিঠিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুট বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসিকে চিঠি দেয়।

এতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অধীন শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের মাগুরখন্দ ক্রসিং পয়েন্টে ড্রেজিং কাজ চলমান আছে। ড্রেজিং কাজটি সম্পন্ন করার জন্য পদ্মা সেতুর পরামর্শক ৪৮ ঘণ্টা অর্থাৎ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে। ওই রুটে চলাচলকারী লঞ্চ, ফেরি, স্পিডবোটকে পালের চর-মাঝিকান্দি-নাওডোবা চ্যানেল ব্যবহারের জন্য বলা হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, যেকোনো রুটে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচলের অনুমতি বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত এ সংস্থাটি দেবে। সেতু কর্তৃপরে চিঠি পরিপ্রেেিত এ রুটটি বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওই রুটে চলাচলকারী নৌযান যাতে সতর্কভাবে যাতায়াত করে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

http://www.dailynayadiganta.com/last-page/354537