রাজশাহী : পদ্মায় দ্রুত পানি নেমে গিয়ে চরের বিস্তার ঘটছে। গতকাল রোববার রাজশাহী শহর সংলগ্ন নদীর দৃশ্য -ছবি : সোহরাব হোসেন সৌরভ
১ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৪৯

রাজশাহীতে পদ্মায় হঠাৎ করে চরের বিস্তার ॥ কমছে পানি ভাঙছে পাড়

গত এক সপ্তাহের মধ্যে রাজশাহীতে হঠাৎ করে পদ্মা নদীতে চরের বিস্তার ঘটতে শুরু করেছে। নদীর পানি দ্রুত কমে যাবার সঙ্গে সঙ্গে নদীর পাড়ও ভাঙছে। গত সপ্তাহেই রাজশাহীতে পদ্মায় পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিলো। কিন্তু হঠাৎ করেই পানি কমতে শুরু করে। প্রতিদিন ৩০ থেকে ৫০ সেন্টিমিটার হারে পানি নামতে থাকে। দ্রুত পানি নামতে থাকায় আসন্ন শুষ্ক মওসুমের অনেক আগেই নদীতে চর পড়া চলছে। ইতোমধ্যে পশ্চিমে গোদাগাড়ী থেকে পূর্বে বাঘা পর্যন্ত বহুসংখ্যক চর পিঠ উঁচু করে দৃশ্যমান হয়েছে। এভাবে চলতে থাকলে প্রকৃত শুকনো মওসুমে নদীর অবস্থা ভয়াবহ আকার নেবার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

এদিকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙতে শুরু করেছে রাজশাহীর বিভিন্ন এলাকার পদ্মার পাড়। নগরীর টি গ্রোয়েন এলাকায় পদ্মার পাড়ে এলাকায় বাঁধ দেবে গেছে। এই এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করতে দেখা যায়। গোদাগাড়ী পৌর এলাকার সুলতাগঞ্জ এলাকার পদ্মা ও মাহানন্দা নদীর মিলনস্থলে কিছুটা ভাঙন দেখা দেয়। এছাড়া গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের কয়েকটি বাড়ী বিলীন হয়ে যায়। চারঘাটের টাঙ্গন সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহাপুর মসজিদ, পিরোজপুর ও রাওথা এলাকা হুমকির মুখে পড়ে। এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী জানান, এই ভাঙন সাময়িক। পানি কমে গেলে এমন ছোটোখাটো ভাঙন দেখা দেয়। যাতে আরো বড় আকারের ভাঙন না দেখা দেয় সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যার পূর্বাভাষ অনুযায়ী এবার পদ্মায় আর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই।

http://www.dailysangram.com/post/347488