২৮ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৪১

ডিজিটাল নিরাপত্তা আইনে ইউরোপের উদ্বেগ

ইউরোপীয় দেশগুলো বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ।
গতকাল ঢাকায় অবস্থিত ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা এবং বিচারপ্রক্রিয়াকে অন্যায়ভাবে বাধাগ্রস্ত করবে, যা উদ্বেগজনক। বর্তমান অবস্থায় আইনটি স্বাধীনতাচর্চার বৈধ অধিকারকে অপরাধ হিসেবে গণ্য ও তা দমন করার কাজে ব্যবহার করা হতে পারে।
আইনটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে কূটনীতিকরা বলেন, গত মে মাসে জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) বাংলাদেশ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইনকে বাংলাদেশের সংবিধান, মানবাধিকারবিষয়ক ম বৈশ্বিক ঘোষণা এবং বেসামরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
বিবৃতিতে স্বার করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ছাড়াও ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ব্রিটেন, নরওয়ে ও সুইজারল্যান্ডের মিশন প্রধানগণ।

http://www.dailynayadiganta.com/first-page/352626