২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৭:০২

চলতি বছর বিশে^ এক কোটি মানুষ মারা যাবে ক্যান্সারে

আধুনিক চিকিৎসা থাকার পরও চলতি বছর বিশ^ব্যাপী এক কোটি (১০ মিলিয়ন) মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবে। এ ছাড়া নতুন করে এক কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। বিশে^ সবচেয়ে বেশি ক্যান্সারে মারা যাচ্ছে এশিয়ায়। গবেষকেরা বলছেন, এশিয়া ও আফ্রিকায় ক্যান্সারে মৃত্যুর হার বৈশি^ক অনুপাতের চেয়ে বেশি ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার ও অন্ত্রের (বোউয়াল) ক্যান্সারে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। চলতি ও সামনের দিনগুলোতে এশিয়ার ও আফ্রিকার সবচেয়ে বেশি মানুষ এ বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা আইএআরসির সম্প্রতি প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, প্রতি পাঁচজনের একজন পুরুষ এবং প্রতি ছয়জনের একজন মহিলা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আইএআরসি’র গবেষণায় বলা হয়েছে, সম্পদশালী দেশগুলো জনসংখ্যার জীবনমানের (লাইফ স্টাইল) পরিবর্তনের কারণেই তারা বেশি করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে দরিদ্র দেশগুলোর চেয়ে।
তামাকজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও ধূমপান, স্থূলতা অথবা মদ্যপান উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে। গবেষকেরা দেখিয়েছেন বিভিন্ন কারণে বছর বছর ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তারা বলছেন, ক্যান্সারের উচ্চহারে আক্রান্তের সাথে ক্যান্সার নির্ণয় (ডায়গনোসিস), প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসার দৈন্যতা রয়েছে। দরিদ্র দেশগুলোতে এই তিনটি ব্যবস্থা গ্রহণ করতে পারছে না দারিদ্র্যের কারণে।

আইএআরসির পরিচালক ক্রিস্টোফার ওয়াইল্ড বলেন, বিশ^ব্যাপী ক্যান্সার আক্রান্তের হার বৃদ্ধির বিরুদ্ধে আমাদের আরো অনেক কিছু করার আছে। আমাদের ক্যান্সার প্রতিরোধে কাজ করতে হবে।’
গবেষকেরা জীবনমান পরিবর্তনে ক্যান্সার রোধে কিছু করণীয়ের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। প্রথম পরামর্শটা তাদের- তামাক ব্যবহার থেকে বিরত থাকুন। তামাক ফুসফুস, মুখ, গলা, ল্যারিংস, অগ্নাশয়, মূত্রথলি, জরায়ু, কিডনিতে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ক্যান্সারের ঝুঁকি হ্রাসে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য তাদের দ্বিতীয় পরামর্শ। অ্যালকোহল পান করলে স্তন, কোলন, ফুসফুস, কিডনি ও যকৃতে ক্যান্সার হয়ে থাকে। গবেষকেরা সুঠাম দেহবিশিষ্ট ওজনের অধিকারী হতে এবং সক্রিয় থাকতে বলেছেন। সুঠাম দেহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সহায়ক। তারা বলেছেন, সুঠাম দেহ স্তন, কোলন, ফুসফুস, কিডনি ও যকৃতে ক্যান্সারের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। ত্বকের ক্যান্সার রোধে বেশিক্ষণ রোদে অবস্থান করা থেকে গবেষকেরা নিরুৎসাহিত করেছেন। তবে তারা এটাও জানিয়েছেন দিয়েছেন যে ত্বকের ক্যান্সার প্রতিরোধযোগ্য। লিভার ক্যান্সার বৃদ্ধি করে থাকে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি- ভাইরাসের ভ্যাক্সিন নিতে বলেছেন গবেষকেরা। আবার হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) জরায়ুর ক্যান্সারসহ অন্যান্য জনন অঙ্গ সম্পর্কিত ক্যান্সার এবং হেড-নেক ক্যান্সার বৃদ্ধি করে থাকে। এই ক্যান্সার প্রতিরোধেও রয়েছে ভ্যাক্সিন। ত্বক (স্কিন) কোলন, জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে নিজে নিজে নিয়মিত পরীক্ষা করারও পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

http://www.dailynayadiganta.com/last-page/351434