৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৫১

রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো মানবতাবিরোধী অপরাধের বিচার করার এখতিয়ার আছে আইসিসির

প্রথম আলো ফাইল ছবিমিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের বিচার করার এখতিয়ার আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত এক আদেশে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ সিদ্ধান্ত নেওয়ায় রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ চালানোর অভিযোগের বিচার এখন আইসিসি করতে পারবে। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ চালানোয় অভিযোগের তীর মিয়ানমারের দিকে। তবে মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্র নয়। কিন্তু বাংলাদেশ হেগভিত্তিক এই আদালতের সদস্য। সে ক্ষেত্রে বিচার করার এখতিয়ার আইসিসির আছে কি না-তা জানতে আবেদন করেছিলেন আইনজীবী ফাতু বানসুদা। সেই আরজির জবাবেই বৃহস্পতিবার আদালত এ সিদ্ধান্ত দেন।
এই আদেশের ফলে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগের অধিকতর তদন্ত করার সুযোগ পাবেন আইনজীবী ফাতু বানসুদা। তদন্তের পর যদি প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পাওয়া যায়, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা যাবে। দ্রুততম সময়ের মধ্যে বানসুদা মামলা করবেন কি না-সে বিষয়ে তাঁর প্রতিনিধির তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারকের সমন্বয়ে তৈরি একটি বেঞ্চ বৃহস্পতিবারের আদেশে জানিয়েছেন, যেহেতু রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারের ক্ষেত্রে একটি সদস্য রাষ্ট্র (বাংলাদেশ) সংশ্লিষ্ট এবং এই অপরাধের একটি উপাদান, অর্থাৎ সীমান্ত অতিক্রম করার ঘটনাটি এই রাষ্ট্রে ঘটেছে, সে ক্ষেত্রে এর বিচার করার এখতিয়ার আইসিসির আছে।
আইসিসির এই সিদ্ধান্তের বিষয়ে এখনো মিয়ানমারের সরকারি মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসে দেশটির নেত্রী অং সান সু চির কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, মিয়ানমার সদস্য রাষ্ট্র না হওয়ায় এ ব্যাপারে আইসিসিতে মামলা হওয়ার সুযোগ নেই

https://www.prothomalo.com/international/article/1556517