৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১০:১৩

সড়কে ১১ জেলায় ১১ জন নিহত

ঢাকা, গাজীপুর, সাতক্ষীরার তালা, চুয়াডাঙ্গার জীবননগর, নওগাঁ, রংপুরের বদরগঞ্জ, কক্সবাজারের চকরিয়া, মাদারীপুরের শিবচর, নারায়ণগঞ্জ, ফরিদপুরের নগরকান্দা ও ময়মনসিংহের ভালুকায় আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে।

গাজীপুরে একটি পোশাক কারখানার বাসচাপায় ওই কারখানারই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রাতে নগরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এর পর বিক্ষুব্ধ সহকর্মীরা বাসে আগুন ধরিয়ে দেয় এবং তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিউলি আক্তার (২৮) স্থানীয় বিকন গার্মেন্টের শ্রমিক ছিলেন।
এছাড়া রাজধানীর গুলশানে কোকাকোলা মোড়ের কাছে গাড়িচাপায় লুৎফর (১১) নামের এক পথশিশু নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দেখে তাকে পথশিশু বলে মনে হচ্ছে। অন্য এক পথশিশুর মাধ্যমে তার নাম লুৎফর বলে জানা গেছে। ওসি জানান, কোনো গাড়ি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল শিশুটি। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার তালার দাতপুর এলাকায় গতকাল দুপুরে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী অরুণ রায় (৪৫) নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার জীবননগরের দত্তনগর সড়কে দুর্ঘটনায় এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এলাকাবাসী সড়কের ওপর এক ব্যক্তির (৪০) লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রংপুরের বদরগঞ্জে ইজিবাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শাহীনুর রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নওগাঁয় বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল কবির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ফয়সাল কবির বদলগাছী সোয়াসা গ্রামের আলমঙ্গীর এনামুলের ছেলে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী আমতলী এলাকায় যাত্রীবাহী বাস রডবোঝাই একটি ট্রলিকে ধাক্কা দিলে নিচে পড়ে গুরুতর আহত হন ট্রলি শ্রমিক জকির আহমদ (৪৫)। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হবিরবাড়ি এলাকায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল কাদির ওরফে আলী কসাই (৮০) নামে এক বৃদ্ধ নিহত হন। তাঁর বাড়ি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকায়। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় শেফালী বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি এলাকায় লেগুনার ধাক্কায় মো. কামরান খান (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার চর যশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাকচালক লিটন মিয়া (৩৯)। তিনি শরীয়তপুরের জাজিরার মৃত নূরু মিয়ার ছেলে।

 

http://www.kalerkantho.com/print-edition/last-page/2018/09/05/676645