২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১১:০২

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ১৩

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস : নয়া দিগন্ত -
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে একই পরিবারের তিনজনসহ ৬ জন নিহত হয়েছেন। আর নেত্রকোনায় নিহত হয়েছেন ৫ জন। এ ছাড়া সিলেট ও দিনাজপুরের হিলিতে ২ জন নিহত হয়েছেন।

নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে কেন্দুয়া ও আঠারবাড়ি সড়কের মাসকা কাঁঠালতলা এলাকায় ময়মনসিংহ থেকে কেন্দুয়াগামী মায়ের দোয়া যাত্রীবাহী বাসের সাথে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে ৪ ব্যক্তি নিহত হন। নিহত ৪ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে নিহত সিএনজি চালক জামাল উদ্দিন কেন্দুয়া উপজেলার বাসিন্দা। আহতরা হচ্ছেনÑ গোলাম রব্বানী (২২), জসিম (৪০) ও সাকিব (২০)। প্রত্যেকেই কেন্দুয়া উপজেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়।

অপর দিকে নেত্রকোনা শহরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে সুদীপ সূত্রধর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটী গ্রামের বঙ্কিম সূত্রধরের ছেলে। গত শুক্রবার রাতে শহরের বারহাট্রা রোডে এই দুর্ঘটনা ঘটে। রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে যাওয়ার সময় আকস্মিকভাবে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন। নেত্রকোনা মডেল থানার ওসি মো: বোরহান উদ্দিন খান বলেন, ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
গাইবান্ধা ও পলাশবাড়ী সংবাদদাতা জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কাছে গত শুক্রবার পলাশবাড়ী সড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে ট্রাক্টরের সংঘর্ষে একই পরিবারের তিনজন ও শিশুসহ ছয়জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো একই পরিবারের সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাচুনি ঘাগোয়া গ্রামের ইমদাদুল ইসলাম (২৫) এবং তার স্ত্রী কাকুলি খাতুন (২০) ও মেয়ে হেনা খাতুন (৫)। এ ছাড়া একই ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের আফরুজা খাতুন (৩০)।

আহত ১২ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা হলো সাদুল্যাপুর উপজেলার খামার বোয়ালীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মুন্নি আক্তার (১৫), সাদুল্যাপুর উপজেলার দণি সাহাবাজ নলডাঙ্গা গ্রামের শাজাহান মিয়া (২৬), তার স্ত্রী আখি আক্তার (২৩), কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাথরঘাটা গ্রামের আল মামুনের স্ত্রী রুমা আক্তার (১৮) ও একই উপজেলার পশ্চিম ঘরোরিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আব্দুল হাই (৫০)। তাদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত শ্রমিকেরা সাউদিয়া পরিবহনের (দরবার) কটি বাসে গাইবান্ধা যান। রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় বাসটি রাইস মিল এলাকায় পৌঁছলে সড়কে দাঁড়িয়ে থাকা হাবিবা হালিম ফুডস পরিবহন নামে টাক্টরের সাথে সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রণ হারায়। দ্রুতগামী বাসটি পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।
পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প থেকে নিহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়েছে।
সিলেট ব্যুরো জানায়, সিলেটের দণি সুরমার লালাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। রাস্তা পারাপারের সময় বাসচাপায় পিষ্ট হন কামরুল ইসলাম (৪৫)। শ্যামলী পরিবহনের বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়। লালাবাজার এলাকায় তিনটি স্পিডব্রেকার স্থাপন, লালাবাজার সড়কে ট্রাফিক পুলিশ নিয়োগ ও ঘাতক বাসচালককে আটক করার দাবি জানান।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় ফেরেজা বেগম নামে এক ভিখারী নারী নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টায় হিলি স্থলবন্দরের হিলি-জয়পুরহাট সড়কের কালিগঞ্জ এলাকায় হিরামতি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরেজা বেগম স্থানীয় এমদাদুল ইমলামের স্ত্রী। তাদের বাড়ি নীলফামারীর দাড়োয়ানী এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে হিলির চুড়িপট্টি এলাকায় বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১২টায় ফেরেজা নামে ওই নারী হিলি-জয়পুরহাট সড়কে হিরামতি সিনেমা হলের সামনের রাস্তা দিয়ে চারমাথা মোড়ের দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে হাকিমপুর থানা পুলিশের এসআই রাকিব হোসেন জানান, ঘতক ট্রাকটি আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

http://www.dailynayadiganta.com/first-page/345488