৮ জুলাই ২০১৮, রবিবার, ৯:৩৭

অনশনের ১২তম দিনে শতাধিক শিক্ষক অসুস্থ

এমপিওভুক্তির দাবিতে ১২তম দিনে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও দাবি-দাওয়ার পক্ষে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মিলেনি। এমপিওভুক্তির দাবিতে গত ২৫শে জুন থেকে শুরু হওয়া জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। বেঁধে দেয়া সময়ের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না দেয়ায় ২৫শে জুন থেকে তাঁরা আমরণ অনশনে প্রায় ২ শতাধিক শিক্ষক-কর্মচারী অসুস্থ আর ৫০জন শিক্ষক-কর্মচারী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন শিক্ষক- কর্মচারী চিকিৎসা নিয়ে আবার কর্মসূচিতে যোগ দিয়েছেন। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর যে প্রস্তাব দিয়েছি, সেটা যদি প্রধানমন্ত্রী দেখেন, তাহলে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যে তারা আশ্বস্ত হতে পারছেন না। এমপিওভুক্তির বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি এভাবেই চলবে বলে জানান তিনি। এদিকে গতকাল শিক্ষক নেতারা প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে আইনি সহায়তা চেয়েছেন।
ড. কামাল হোসেন তাদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষকরা বলছেন, গত ১০ই জুন থেকে আমরা রাজপথে বসে আছি। আজকে ২৭তম দিন এবং আমরণ অনশনের আজকে ১২তম দিন চলছে। এখন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার থেকে কোনো রকম ঘোষণা আসেনি। নীতিমালার নামে কেন অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী একটার পর একটা বেড়াজালে আমাদেরকে আটকানো চেষ্টা করছেন এমন প্রশ্ন রেখে তারা বলেন, সারা দেশে প্রায় ২০ থেকে ২৫ বছর ৮০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। তারা পরিবারের সদস্যদের ভরণ-পোষণ, চিকিৎসা দিতে না পেরে নিজেরাই বোঝা হয়ে গেছেন।
অপরদিকে সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদাও নেই। একটি স্বাধীন দেশে জাতি গড়ার কারিগররা সরকারের অবিবেচক সিদ্ধান্তের কারণে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ রাষ্ট্র নীরব, মনে হচ্ছে এ শিক্ষকদের প্রতি রাষ্ট্রের কোনো দায়-দায়িত্ব নেই।

 

http://mzamin.com/article.php?mzamin=124673&cat=10/